প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৫
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন
চাঁদপুরে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় মণ্ডপে মণ্ডপে বাণী অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে পূজা অর্চনা করা হয়। সন্ধ্যার পর চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, পৌর কমিটির সভাপতি নেপাল চন্দ্র সাহাসহ পূজা উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ।