বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:৪১

কচুয়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল

বিশেষ প্রতিনিধি
কচুয়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল

বাংলাদেশ স্কাউটস কচুয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়ালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিগত বছরের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন শেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য উপজেলা নির্বাহী অফিসার সভাপতি (পদাধিকার বলে), সহ-সভাপতি সভাপতি মোশারফ হোসেন চৌধুরী, মো. মনির হোসেন, মো. মোতাহের হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, কমিশনার মো. আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ আরিফুল হাসান, গ্রুপ সভাপতি মো. কামরুজ্জামান, মামুনুর রশীদ, মো. মিজানুর রহমান, গাজী মাসুদ নির্বাচিত হয়। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা, সহকারী শিক্ষা অফিসার মো. শাহজাহান, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন চৌধুরী, সাবেক কমিশনার মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়