রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫

মতলব উত্তরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন আটক

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে  ইয়াবা ও গাঁজাসহ ২ জন আটক

মতলব উত্তর উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এখলাছপুর বেড়িবাঁধ সড়ক সংলগ্ন আশ্রয়কেন্দ্র এলাকা থেকে ঝর্ণা (২৩) ও দশানী গ্রামে বেড়িবাঁধের ওপর থেকে মো. সোলেমান বেপারী(৩২) কে আটক করা হয়েছে।

৯০পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ এ ২ জনকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর শুক্রবার রাতে এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান করে দক্ষিণ দশানী গ্রামে বেড়িবাঁধের ওপর আনাছের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মৃত কালা বেপারীর ছেলে মো. সোলেমান বেপারী (৩২) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মো. জাফর আহমেদ সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে এখলাছপুর ইউনিয়নের এখলাছপুর বেড়িবাধ সড়ক সংলগ্ন আশ্রয়কেন্দ্রে এলাকায় মৃত আমান উল্যাহ মাঝির মেয়ে ঝর্ণা (২৩) কে ৯০পিস ইয়াবাসহ আটক করেন। আটককৃত আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সকল মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে।

মতলব উত্তরে ইয়াবা ও গাঁজাসহ আটক ২জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়