রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০৮

আজ মোস্তাক হায়দার চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক
আজ মোস্তাক হায়দার চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী

চাঁদপুরের অন্যতম আলোকিত মানুষ আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরীর আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ৫ ডিসেম্বর রোববার বিকেল সাড়ে ৫টায় ঢাকাস্থ মিরপুর ডিওএইচএসে একমাত্র কন্যার বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরের সকল মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। দুই দফা জানাজা শেষে পুরাণবাজার এলাকায় পূর্ব শ্রীরামদী মরহুমের গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য, আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরী একজন নিভৃতচারী সমাজসেবক ছিলেন। চাঁদপুরের অনেক সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং প্রতিষ্ঠানের সাথে তাঁর নিবিড় সম্পর্ক ছিলো। তিনি একাধারে চাঁদপুর ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-৩ বাংলাদেশের জেলা গভর্নরের উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়, নুরীয়া পাইলট উচ্চ বিদ্যালয়, আমিনুল হক পৌর প্রাথমিক বিদ্যালয় ও ৩নং বালিকা প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, পুরাণবাজার ডিগ্রি কলেজ গভর্নিংবডির সদস্য ও কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-১০-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মোস্তাক হায়দার চৌধুরী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুম মিজানুর রহমান চৌধুরীর ভ্রাতুষ্পুত্র। তাঁর মরহুম পিতা বজলুর রশিদ চৌধুরী ছিলেন প্রখ্যাত ব্যবসায়ী। তাঁর ৫ ভাইয়ের মধ্যে তিনিসহ ৩ জন মৃত্যুবরণ করেছেন। জীবিত দুভাই যথাক্রমে মহব্বত হায়দার চৌধুরী ও মঈনুদ্দিন হায়দার চৌধুরী ব্যবসার সাথে জড়িত। তাঁর রয়েছে একমাত্র বোন। মরহুম মোস্তাক হায়দার চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র চৌধুরী ওমর হায়দার রাজন বাংলাদেশ বিমান বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়