প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩
শাহরাস্তিতে নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে ফারিয়ার ফুলেল শুভেচ্ছা
নবাগত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গিয়ে ফারিয়া নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি ফারিয়ার সভাপতি প্রলয় কুমার সুমন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন সোহেল, সহ-সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক রনি আহম্মেদ, প্রচার সম্পাদক আশিকুর রহমান, উপদেষ্টা জুলফিকার আলী, পিন্টু মজুমদার, সদস্য আরিফ, মারুফ, শাহাবুদ্দিন, শহিদুল, হারুন, রহমান আজাদ প্রমুখ।