প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২০:৪০
চাঁদপুরে অটোরিকশা চালককে হত্যা করে ব্যাটারি ছিনতাই
মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। পরে দুর্বৃত্তরা তার অটোরিকশার ব্যাটারি ছিনতাই করে নিয়ে যায়। শনিবার (৩০ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। নিহত মঈন উদ্দিন (১৬) উপাদী উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দিন মিয়াজীর ছেলে।
|আরো খবর
স্থানীয়রা জানান, খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালেরপাড়ে মঈনের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। পরে তারা থানায় খবর দেন। তখন পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় তার পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল।
নিহত মঈনউদ্দিনের বাবা নাছির উদ্দিন বলেন, শুক্রবার বিকেল তিনটার দিকে মোবাইলে কল পেয়ে আমার ছেলে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় আশপাশে খোঁজাখুঁজি শুরু করি। রাতে মোবাইলে কল দিয়ে তাকে না পেয়ে আমি উপজেলার বিভিন্ন জায়গায় সন্ধান করি। পরে শনিবার সকালে ভাঙ্গারপাড় এলাকায় এলে লোকজনের মুখে শুনতে পাই বেলুতী এলাকায় মানুষ মারা গেছে। পুলিশের গাড়ি বেলুতী গ্রামে গেছে শুনে আমিও সেখানে যাই। গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহটা পড়ে আছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, ওই কিশোরের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। তবে ব্যাটারি পাওয়া যায়নি। সুরতহালের সময় কিশোরের গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।