শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ২১:২০

ভূমিসেবা সম্পর্কিত তথ্য না জানার কারণে প্রতিনিয়ত জনগণ দালাল দ্বারা প্রতারিত হচ্ছে : মোঃ আল এমরান খান

অনলাইন ডেস্ক
ভূমিসেবা সম্পর্কিত তথ্য না জানার কারণে প্রতিনিয়ত  জনগণ দালাল দ্বারা প্রতারিত হচ্ছে : মোঃ আল এমরান খান

২১ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক ও এসিজি-এর অ্যাডভোকেসি সভা সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সনাকের সহ-সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান। তিনি বলেন, ভূমিসেবা সম্পর্কিত তথ্য না জানার কারণে সাধারণ জনগণ প্রতিনিয়ত দালাল দ্বারা প্রতারিত হচ্ছে। আবহমানকাল থেকেই ভূমি নিয়ে মানুষের মধ্যে একটা ভালোবাসা চলে আসছে। আবার অনেক ক্ষেত্রে জটিলতাও তৈরি হচ্ছে। ভূমি সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে ইউনিয়ন উপ-সহকারী (ভূমি) কর্মকর্তা বা আমার কাছে সরাসরি চলে আসবেন। ভূমিসেবা নিয়ে আমাদের প্রচার প্রচারণা অব্যাহত আছে। ভূমিসেবা এখন অনলাইনে হয়ে গেছে। খাজনা এখন অনলাইনের মাধ্যমে দেয়া হয়। নামজারি আবেদনও অনলাইনের মাধ্যমে করতে হয়। তিনি ভূমি সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্যে ১৬১২২ হটলাইন নাম্বারে কল করার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা আজ যে সমস্যাগুলো উপস্থাপন করেছেন তা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি ভূমিসেবা বিষয়ে জনগণকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি এ ধরনের একটি অ্যাডভোকেসি সভা আয়োজন করার জন্যে সনাক ও এসিজি গ্রুপকে ধন্যবাদ জানান। সনাকের সাবেক সভাপতি ও ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত বলেন, ভূমিসেবা নিতে অনেকেই সরাসরি অফিসে না গিয়ে দালালের মাধ্যমে কাজ করে থাকে। ফলে তারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। সনাক-টিআইবি দুদকের মতো কাজ করে না। আমরা মূলত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমস্যার সমাধান করে থাকি। আমরা জনগণের কাছ থেকে প্রাপ্ত সমস্যাগুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমাধানের উদ্যোগ গ্রহণ করে থাকি। সনাক-টিআইবি সবসময় বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। আমরা সবসময় বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিরবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করে থাকি। তিনি আরো বলেন, আজকের সভায় মূলত সনাক-চাঁদপুরের ভূমি বিষয়ক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন জায়গায় কমিউনিটি অ্যাকশন মিটিং করে যে সকল মতামত বা সুপারিশ পেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবে । তিনি সনাকের সাথে চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের দ্বি-পাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও বেগবান ও গতিশীল হবে বলে প্রত্যাশা করেন। তিনি সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সনাকের সহ-সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, আজকের আলোচনাগুলো খুবই প্রাণবন্ত হয়েছে। সহকারী কমিশনার মহোদয় ভূমি বিষয়ে অনেক অভিজ্ঞ ও চমৎকার একজন মানুষ। তিনি খুবই সুন্দরভাবে উত্থাপিত সমস্যাগুলোর উত্তর দিয়েছেন। অনেক ক্ষেত্রে সেবাগ্রহীতাদের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। তিনি আজকের এই ফলপ্রসূ সভায় উপস্থিত হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ জানান। সভায় কমিউনিটি অ্যাকশন মিটিং থেকে প্রাপ্ত সমস্যা ও সুপারিশ তুলে ধরেন চাঁদপুর সদর উপজেলা ভূমিসেবাকেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সমন্বয়ক মোঃ উজ্জ্বল হোসাইন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সদস্য মোঃ আব্দুল মালেক, মোঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, অ্যাডঃ পলাশ মজুমদার, কানুনগো দেবব্রত দাস, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম দিদার, মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মোঃ নুরুল আলম চৌধুরী, মোঃ জসীম উদ্দিন, এসিজি সদস্য মোঃ বাদশা ভূঁইয়া, সাইফুল ইসলাম আকাশ প্রমুখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য কৃষ্ণা সাহা, সহ-সভাপতি জেসমিন আক্তার জেসী, রুমা সরকার, মোঃ আসিফ-উল-ইসলাম, এসিজি ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ এবং টিআইবি’র কর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়