প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ২০:১২
খাঁটি গরুর দুধ বিক্রির নামে প্রতারণা
চাঁদপুর শহরের মিশন রোড মোড়ের কাঁচাবাজারে কথিত খাঁটি গরুর দুধের ওপরে অভিযান পরিচালনা করা হয়েছে। ২০ নভেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অর্থলোভী একশ্রেণীর অসাধু ব্যবসায়ী খাঁটি গরুর দুধের নামে অত্যাধুনিক মেশিনের সাহায্যে পানিমিশ্রিত দুধ বিক্রি করে আসছে। ভোক্তা অধিকারের অভিযানে তাদের এই প্রতারণা ধরা পড়ে। এমন অভিনব প্রতারণার দায়ে ২জন দুধ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং জেলা পুলিশ টিমের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন।