প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২০:২৪
ফরিদগঞ্জে হার পাওয়ার প্রজেক্টের ল্যাপটপ বিতরণ
নারীদের এগিয়ে যাওয়ার এখনই উৎকৃষ্ট সময় : .ইউএনও সুলতানা রাজিয়া
হার পাওয়ার প্রজেক্টের আওতাধীন ওমেন ই-কমার্স প্রফেশনাল কোর্সের ২৫জন প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন এবং আইসিটি বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ই-কমার্স হলো আমাদের নতুন প্রজন্মের জন্য আশীর্বাদ। প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে নিজেদের ঘরে বসেই আয় করা সম্ভব। আমাদের উদ্যোক্তারা আমাদের রেমিট্যান্স খাতে এর বিশাল সম্ভাবনা দেখছেন। বিশেষ করে নারীরা ঝুঁকি না নিয়ে ঘরে বসেই নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকে বাড়তি সাপোর্ট দেয়ার বড় সুযোগ এটি। হার পাওয়ার প্রজেক্টের আওতাধীন ওমেন ই-কমার্স প্রফেশনাল কোর্সের আওতায় প্রশিক্ষণার্থীরা আরো বেশি নিজেদের এগিয়ে নিবে বলে বিশ্বাস করি। মোট কথা নারীদের এগিয়ে যাওয়ার এখনই উৎকৃষ্ট সময়। ফরিদগঞ্জ উপজেলা আইসিটি অফিসার নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইসিটি অফিসার সুবর্ণা রাণী সরকার ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ। আলোচনা শেষে ২৫ প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।