প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ২০:৩৭
চাঁদপুর সরকারি মহিলা কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা
শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে
--------------অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান
গত ১২ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুননাহারের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মোতাসিম বিল্লাহ্, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আলম চৌধুরী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়েজ আহমেদ প্রধানীয়া, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক রারেয়া আক্তার প্রমুখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সুলতানা রাজিয়া ও ফরিদা নাছরিন। অভিভাবকগণ তাদের বক্তব্যে কলেজ অধ্যক্ষের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, ‘এই সভার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের বাস্তব অবস্থা জানতে পেরেছি। আমাদের সন্তানরা যেন ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারে তার জন্য আমরা সচেতন থাকবো’।
|আরো খবর