বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৯:২২

অনুমোদনহীন কারখানায় বিএসটিআইর লোগো ব্যবহার করে তৈরি হচ্ছে সাবানের গুঁড়া ও লিকুইড সহ বিভিন্ন পণ্য

স্টাফ রিপোর্টার।।
অনুমোদনহীন কারখানায় বিএসটিআইর লোগো ব্যবহার করে তৈরি হচ্ছে   সাবানের গুঁড়া  ও লিকুইড সহ বিভিন্ন পণ্য

চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা গ্রামে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অনুমোদনহীন মিনি কারখানায় তৈরি হচ্ছে সাবানের গুঁড়া, সাবান ও লিকুইডসহ বিভিন্ন পণ্য। এমনকি সার্ফ এক্সেলের মতো লোগো নকল করে বিএসটিআই'র লেভেল ব্যবহার করে সেগুলো চাঁদপুরের বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছে।

চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা, বাগাদী চৌরাস্তা, নানুপুর, বাগড়া বাজার সহ বিভিন্ন মুদি দোকানে খবর নিয়ে জানা গেছে, 'নিয়ামা টয়লেট্রিস বাংলাদেশ' নামের কারখানার বিভিন্ন পণ্য তাদের দোকানে রাখছেন তারা। গ্রামের সাধারণ মানুষজন ভালো করে না জেনে, না বুঝেই নামি দামি কোম্পানী এবং বিএসটিআই'র লোগো দেখে তা ক্রয় করছেন সানন্দে। কিন্তু এসব সাবানের গুঁড়া, সাবান ও লিকুইড কতোটা মানসম্পন্ন, কী দিয়ে তৈরি এবং কতোটা কার্যকর তা কেউ যাচাই না করেই কিছুটা মূল্য কম পেয়ে নিজেদের প্রয়োজনে তা ক্রয় করছেন।

জানা যায়, চাঁদপুর সেতুর দক্ষিণ এবং পশ্চিম পাশে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা দারুসসালাম গ্রামের গাজী বাড়ির মাসুদ গাজী নামের এক ব্যক্তি গত কয়েক বছর ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে 'নিয়ামা টয়লেট্রিস বাংলাদেশ' নামের একটি কারখানা পরিচালনা করে আসছেন। কারখানাটি পরিচালনা করতে হলে বিভিন্ন সরকারি দপ্তরের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং অনুমোদনের প্রয়োজন, তার কাছে তেমন কিছুই নেই। তবুও সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নিয়মিত চালিয়ে যাচ্ছেন তার এমন অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান।

সরজমিনে গিয়ে দেখা গেছে, গাছতলা দারুসসালাম গ্রামের নিজ গাজী বাড়ির সামনেই দুটি কক্ষের একটি টিনশেড পাকা বিল্ডিংয়ে সোডা দিয়ে নিজেই তৈরি করছেন নানা পণ্য। নেই কোনো সহকারী কর্মচারীও।

তার ওই মিনি কারখানায় তৈরি হচ্ছে সাবানের গুঁড়া, সাবান, ডিশওয়াশ, লিকুইড, হ্যান্ড ওয়াশ, টয়লেট ক্লিনার, ডিসওয়াশ বার, মাজুনিসহ বিভিন্ন পণ্য। আর সেগুলো তিনি বাজারের নামকরা কোম্পানীর লোগো নকল করে প্যাকেটের গায়ে বিএসটিআই'র লোগো ব্যবহার করে বাজারজাত করছেন নিয়মিত। আর এতে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর এমন মিনি কারখানা পরিচালনা করে আসলেও বিষয়টি প্রশাসন কিংবা ভোক্তা অধিকারের নজরে না পড়ায় তার বিরুদ্ধে আইনানুগ কোনো প্রকার ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাই এমন নকল কারখানার বিরুদ্ধে অচিরেই অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি সচেতন মহলের।

এ বিষয়ে কারখানার পরিচালক মাসুদ গাজী বলেন, বিএসটিআইতে আমার কাগজপত্র প্রক্রিয়াধীন আছে। তাই আমি বিএসটিআইর লোগো ব্যবহার করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়