শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১৯:১৫

হাইমচরে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী, ত্রাণ ও নগদ অর্থ প্রদান

অনলাইন ডেস্ক
হাইমচরে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী, ত্রাণ ও নগদ অর্থ প্রদান
হাইমচরে সেনাবাহিনী কর্তৃক গৃহ নির্মাণ সামগ্রী, ত্রাণ ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে।

বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির অধীনে হাইমচর উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, ত্রাণ সামগ্রী ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ২৫ অক্টোবর এই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন, পিএসসি (অধিনায়ক, ২১ বীর)। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনিরসহ আরো অনেক সেনা সদস্য। হাইমচর ও আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সে আলোকে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসনের উপরোল্লিখিত উদ্যোগ নেয়া হয়। এমন উদ্যোগ অন্যান্য উপজেলায় বাস্তবায়িত হয়েছে ও হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়