শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ২০:৩১

রহমতপুর কলোনীতে দুর্ধর্ষ চুরি

অনলাইন ডেস্ক
রহমতপুর কলোনীতে দুর্ধর্ষ চুরি

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় টিনশেড বিল্ডিংয়ের দেয়াল ভেঙ্গে ঘরে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৫ অক্টোবর মঙ্গলবার গভীর রাতের যে কোনো সময় রহমতপুর আবাসিক এলাকার আব্দুল হালিম পাটওয়ারীর ৩৬নং বাসায় এই চুরির ঘটনা ঘটে। চোর চক্র ঘরে থাকা স্টিলের আলমারির তালা ভেঙ্গে নগদ ১ লাখ ৭০হাজার টাকা এবং বিদেশ থেকে আনা ও বানানো গলার হার, কানের দুল, আংটিসহ প্রায় ১৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৮ থেকে ২০ লাখ টাকা।

আব্দুল হালিম পাটওয়ারী ও তাঁর পরিবারের লোকজন জানান, ১৫ অক্টোবর মঙ্গলবার রাত ১০টায় তারা সকলে তার মেয়ে রিমা আক্তারের বাড়িতে বেড়াতে যান। পরদিন হালিম পাটওয়ারী তার মেয়েকে নিয়ে নিজ ঘরে ফিরে ঘরের দরজার তালা খুলে রুমের ভেতরে গিয়ে দেখেন যে, চোরের দল তাদের রান্না ঘরের দেয়াল ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে রুমের মধ্যে থাকা স্টিলের আলমারির তালা ভেঙ্গে ভেতরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং গলার হার, কানের দুল, আংটিসহ প্রায় ১৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে তারা এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করলে থানার এসআই আওলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে আইনি পদক্ষেপ নিতে তা তদন্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়