প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ২০:৩৩
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিনকে বিদায় সংবর্ধনা
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিনকে বিদায় সংবর্ধনা জানান উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একইসাথে আলগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাজারের ব্যবসায়ীরা বিদায়ী ওসিকে শুভেচ্ছা জানিয়েছেন।
|আরো খবর
মাজহারুল ইসলাম শফিক বলেন, হাইমচর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় আপনার দক্ষ নেতৃত্ব ছিলো প্রশংসনীয়। স্বৈরাচারী সরকার পদত্যাগের পরও আইন-শৃঙ্খলা রক্ষায় আপনার ভূমিকা ছিল অবিস্মরণীয়। সদ্য অনুষ্ঠিত দুর্গাপূজায় আপনি যে দায়িত্ববোধ দেখিয়েছেন তা হাইমচরবাসী স্মরণে রাখবে।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন, আমরা জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করেছি। আপনাদের সহযোগিতা আমাদের কাজগুলোকে সহজ করে দিয়েছে। এজন্যে আপনাদের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব জহির মিয়াজিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, ব্যবসায়ী বিল্লাল হোসেন, নজির দেওয়ান।