সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০

‘জনপ্রতিনিধিদের তৎপরতা খুব প্রয়োজন’

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
‘জনপ্রতিনিধিদের তৎপরতা খুব প্রয়োজন’

সরকারের যে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা এবং তাদের তৎপরতা খুবই প্রয়োজন। প্রশাসন এবং জনপ্রতিনিধি যখন সম্মিলিতভাবে প্রয়াস চালায় তখন সেখানে সফলতা আসবেই।’ ঠিক এভাবেই স্পষ্টভাবে কথাগুলো বললেন চাঁদপুর শহরের বেশ ক’জন সচেতন নাগরিক।

বর্তমান করোনা পরিস্থিতি প্রসঙ্গে তাঁরা এই প্রতিবেদককে বলেন, সরকার নানাভাবে চেষ্টা করে যাচ্ছে করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু পারছে না মানুষের অসচেতনতা, খামখেয়ালিপনা এবং আইন ও বিধিনিষেধ না মানার কারণে। আর এসব সঙ্কট মোকাবেলা করা শুধুমাত্র আইন প্রয়োগ দ্বারা সম্ভব নয়। জনগণকে এখানে সম্পৃক্ত করতেই হবে। এর বিকল্প নেই। আর জনগণকে সম্পৃক্ত করতে হলে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। লকডাউন বাস্তবায়নসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করতে এবং প্রয়োজনে বাধ্য করতে জনপ্রতিনিধিদের মুখ্য ভূমিকা রাখতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং মিডিয়া-এই চার শ্রেণির প্রতিনিধির সম্মিলিত প্রয়াস থাকলে সরকারের জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্ত সফলভাবে বাস্তবায়ন হবে বলে সচেতন নাগরিকগণ মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়