বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ১৬ জুন ২০২১, ১৩:০৯

ব্যাংক ও জেলা পুলিশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

মিজানুর রহমান
চাঁদপুরে চালু হচ্ছে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম

ট্রাফিক মামলা দায়েরের জটিলতা ও জরিমানা পরিশোধে ভোগান্তি কমাতে চাঁদপুরে চালু হচ্ছে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’। এ উপলক্ষে গতকাল ১৫ জুন মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে চাঁদপুর ট্রাফিক বিভাগের ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালুর জন্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও চাঁদপুর জেলা পুলিশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) এবং ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এটিএম তাহমিদুজ্জামান। এছাড়াও চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউসিবির সহযোগী প্রতিষ্ঠান ‘উপায়’-এর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে বিভিন্ন মামলার কারণে জরিমানার টাকা জমা দেয়ার জন্যে আর ব্যাংকে যেতে হবে না। ইউসিবির সহযোগী প্রতিষ্ঠান ‘উপায়’-এর মাধ্যমে মুহূর্তে পরিশোধ করা যাবে। গ্রাহক নিজের মোবাইল থেকে অথবা ‘উপায়’-এর এজেন্টদের মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবেন।

তিনি আরও বলেন, ‘ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’ নামক প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মধ্য দিয়ে ট্রাফিক বিভাগ ডিজিটাল যুগে প্রবেশ করতে যাচ্ছে। এ ব্যবস্থায় মামলার কপি নিয়ে যানবাহন চালক বা মালিককে ট্রাফিক অফিসে কিংবা ব্যাংকে গিয়ে আগের মতো লাইনে দাঁড়াতে হবে না। এছাড়া মামলা নিয়ে সন্দেহ ও অভিযোগও দূর হবে।

তিনি বলেন, মামলা দায়েরের সঙ্গে সঙ্গে মেশিন থেকেই জরিমানার স্লিপ বের হয়ে আসবে, যা নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়