বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুন ২০২৩, ১৩:০০

হাজীগঞ্জে সড়কে ঝরলো এক যাত্রীর প্রাণ

কামরুজ্জামান
হাজীগঞ্জে সড়কে ঝরলো এক যাত্রীর প্রাণ

কাভার্ড ভ্যানের চাপায় সড়কেই ঝরলো সিএনজি অটোরিকশা যাত্রী তাজুল ইসলাম (৫৫)-এর প্রাণ। একই ঘটনায় অটোরিকশার অপর তিন যাত্রী রয়েছে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মঙ্গলবার (২৭ জুন) বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে হাজীগঞ্জের এনায়েতপুরের বটতলায়। নিহত তাজুল ইসলাম পাশের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের কুলশী চৌকিদার বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী রোটাঃ জাহাঙ্গীর আলম জানান, সিএনজি চালিত অটোরিকশাটি হাজীগঞ্জ থেকে যাত্রী নিয়ে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মারাত্মক আহত অটোরিকশার যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ৪ কন্যা আর ২ পুত্র সন্তানের জনক তাজুল ইসলাম ছিলেন শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের নৈশ প্রহরী ও একটি বেসরকারি হাসপাতালের কর্মচারী। মূলত ওই হাসপাতালের কিছু ঔষধ আনতে গিয়ে ফেরার পথে তিনি দুর্ঘটনা কবলিত হয়ে প্রাণ হারান।

পুলিশ জানায়, নিহত তাজুল ইসলামের লাশ আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়না তদন্তের জন্যে নিয়ে এসেছি। এ ঘটনায় অপর আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মাওলা জানান, আহতদের অবস্থা বেগতিক হওয়ার কারণে সবাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ চাঁদপুর কণ্ঠকে জানান, কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়