প্রকাশ : ২২ জুন ২০২১, ০৯:০৩
আক্কাছ আলী রেলওয়ে একাডেমী পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন পৌর মেয়র
আক্কাছ আলী রেলওয়ে একাডেমী পরিদর্শন ও বৃক্ষরোপণ করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। গতকাল সোমবার দুপুরে মেয়র জিল্লুর রহমান জুয়েল একাডেমী পরিদর্শনে যান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মেয়র জিল্লুর রহমান জুয়েল বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন।
|আরো খবর
তিনি এ সময় বলেন, এ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দক্ষিণ পাশের সীমানা প্রাচীর নির্মাণ, মাঠের উচ্চতা বৃদ্ধিকরণ এবং রেললাইন পার হয়ে শিক্ষার্থীদের যাতায়াতের পথ ঠিক করা উল্লেখযোগ্য। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধাণ করা হবে। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে স্কুলের সার্বিক উন্নয়নের জন্যে যা যা করণীয় তা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজসেবা সম্পাদক প্রকৌশলী মোঃ সফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষক সৈয়দ মশিউর রহমান, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, বিদ্যালয় উন্নয়ন কমিটির সদস্য সেলিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী শিকদার, দৈনিক প্রথম আলো চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।