রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:৪৫

শাহরাস্তি পৌরসভায় পানিবন্দী বেশ ক’টি পরিবার

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তি পৌরসভায় পানিবন্দী বেশ ক’টি পরিবার

গত ক’দিন থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে শাহরাস্তি পৌর এলাকার বেশ ক’টি পরিবার। শাহরাস্তি পৌরসভা সদরের প্রধান বাজারগুলোতে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পাড়া-মহল্লায় এ ব্যবস্থা না থাকায় পৌরবাসীকে বিপাকে পড়তে হয়। শাহরাস্তি উপজেলা সদরের সামনেই অবস্থিত তেমনি একটি পরিবার বিগত ক’বছর ধরে বর্ষা মৌসুম আসলেই দুর্ভোগ পোহাতে হয়। অপরিকল্পিত ঘর-বাড়ি নির্মাণ করার ফলে উপজেলা সদরে বসবাস করেও পানিবন্দী থাকতে হচ্ছে তাদের। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন তার পরিবার নিয়ে পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়ির চারপাশে পানি জমে থাকায় বিভিন্ন পানিবাহিত রোগে তাদের ভুগতে হচ্ছে। এছাড়া এডিস মশার ভয়ে স্ত্রী সন্তান নিয়ে আতঙ্কে দিন অতিবাহিত করছেন তারা। তার সাথে সাংবাদিক জামাল হোসেন ও তার ভাই হারুনুর রশিদ, মিজানুর রহমান পানিবন্দী হয়ে বসবাস করছেন।

কামাল হেসেন বিগত ২০১৯ সালে এর প্রতিকার চেয়ে শাহরাস্তি পৌরসভার মেয়রের কাছে লিখিত আবেদন করলেও তার কোনো সুফল পাননি তিনি। তিনি জানান, পৌরসভা কর্তৃক রাস্তার পূর্ব পাশে ড্রেন করা হয়। কিন্তু রাস্তার পশ্চিম পাশে ড্রেন করা হলে ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ সাধারণ জনগণ উপকৃত হতো। অপরিকল্পিত ড্রেনিজ ব্যবস্থার ফলে আমরা দুর্ভোগে পড়েছি। কামাল হোসেন পৌর কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়