প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:০৭
শাহরাস্তিতে নিজস্ব ভবনে মেডিল্যাব হসপিটালের যাত্রা শুরু
শাহরাস্তিতে নিজস্ব ভবনে মেডিল্যাব হসপিটাল যাত্রা শুরু করেছে। উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হসপিটাল বেশ কয়েক বছর পূর্বে যাত্রা শুরু করে। হসপিটালটির যাত্রা শুরুর পর থেকে শাহরাস্তি, কচুয়া ও হাজীগঞ্জ উপজেলার জনগণ স্বাস্থ্য সেবা নিয়ে আসছে। বিগত কয়েক বছরে এই হসপিটাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। হসপিটালের কর্ণধার শাহরাস্তির ডাঃ আরিফ হোসেন এলাকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চত করতে মেডিল্যাব হসপিটালটি গড়ে তুলেন। বর্তমানে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এটিকে আরো বৃহৎ পরিসরে গড়ে তুলতে নতুন ভবন নির্মাণ করেন। উয়ারুক বাজারের পূর্ব পাশের্^ নিজস্ব ভবনে যাত্রা শুরু করলো এই হসপিটালটি।
|আরো খবর
গতকাল ২০ জুন নতুন রূপে যাত্রা শুরু করার প্রথমদিন ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এ সময় তিনি যথাযথ স্বাস্থ্য সেবা নিশ্চিতের তাগিদ দেন এবং হসপিটালটির সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার হোসেন, টামাটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, সূচিপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান আঃ রশিদ, টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, মেহার উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন প্রমুখ।