প্রকাশ : ২১ জুন ২০২১, ০৯:২৬
শাহ্তলীতে শিক্ষাবিদ এটি আহমেদ হোসাইন রুশদীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালন
স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর সদর উপজেলার শাহতলী নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও শাহতলী জিলানী চিশতী কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
২০ জুন রোববার) কলেজ মিলনায়তনে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াসউদ্দিন পাটওয়ারী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একজন জ্ঞানী ও গুণী ব্যক্তির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ এলাকার মানুষ অনেক ভাগ্যবান। কতগুলো প্রতিষ্ঠান এখানে তিনি প্রতিষ্ঠিত করেছেন। যার কারণে এলাকা আজ শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। এটি আহমেদ হোসাইন রুশদীর হাতে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুনামের সাথে এগিয়ে যাচ্ছে তারই উত্তরসূরি সোহেল রুশদীর মাধ্যমে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সোহেল রুশদী বলেন, জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর ৪৬তম মৃত্যুবার্ষিকীতে আজকের দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। যারা ক্রোড়পত্রে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। আজকে পারিবারিকভাবেও দোয়ার আয়োজন করা হয়েছে। দিনের শুরুতে পবিত্র কোরআন খতম ও কবর জিয়ারত করা হয়েছে। স্বাস্থিবিধি মেনে সীমিত পরিসরে আমরা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছি। রুশদী সাহেবের অনুরোধে মিজানুর রহমান চৌধুরী এই প্রতিষ্ঠানের নামকরণ করেছেন জিলানী চিশতী কলেজ। অসংখ্য মানুষের চাকুরি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা আক্তার, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, প্রতিষ্ঠাতার ছেলে ঢাকা গুলশান ফোর পয়েন্ট বাই শেরাটন হোটেলের প্রাক্তন চীফ স্টুয়ার্ড মোঃ আবুল কালাম রুশদী, সাবেক ছাত্রনেতা মোঃ আবুল হাশেম রুশদী, মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ারী, শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি প্রমুখ ।
অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।