প্রকাশ : ১৭ জুন ২০২১, ১৩:০৬
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন দলের সংবর্ধনা
ফরিদগঞ্জের ফুটবলকে এগিয়ে নিতে প্রশিক্ষণসহ সকল ব্যবস্থা নেয়া হবে : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের বালক গ্রুপে ফরিদগঞ্জ উপজেলা দল (ফরিদগঞ্জ পৌরসভা একাদশ) চাঁদপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং বালিকা গ্রুপে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত ফরিদগঞ্জ উপজেলা দলকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা পরিষদ ও উপজেলা ক্রীড়া সংস্থা। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
|আরো খবর
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অনূর্ধ্ব-১৭ বালক দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও বালিকা দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও জেলা পর্যায়ে ২য় রাউন্ডে উঠে আমাদের ফরিদগঞ্জ উপজেলাকে সম্মানিত করেছে। এসব খেলোয়াড়ের প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা করা হবে। তবেই আজকের এই খেলোয়াড়রা একদিন ফরিদগঞ্জের কৃতীসন্তান জাতীয় ফুটবল দলের সদস্য রেজা ও রাফির মতো উপজেলার নাম উজ্জ্বল করবে। ফরিদগঞ্জ উপজেলা পরিষদসহ আমরা সকলে আমাদের এই প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিতে তথা ফরিদগঞ্জের সম্ভবনায়ময় ফুটবলকে এগিয়ে নিতে প্রশিক্ষণসহ সকল ব্যবস্থা নেবো। এ সময় তিনি মেয়েদের ফুটবলে আগ্রহী দেখে তাদের জন্যও বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের ঘোষণা দেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বক্তব্য রাখেন। আলোচনা শেষে উভয় দলকে সংবর্ধনা প্রদান করা হয়।