শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০৯:২৩

টানা ২১ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
টানা ২১ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা

কোপা আমেরিকা জয়ের পর থেকে রীতিমতো উড়ছে আর্জেন্টিনা। টানা ২১ ম্যাচ ধরে অপরাজিত আছে লিওনেল স্ক্যালোনির দল। সমর্থকরা বলছেন, আর্জেন্টিনা অজেয়ই হয়ে গেল কি না!

তবে তেমনটি মনে করছেন না আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি বলছেন, অজেয় তো দূর এখনও এর ধারেকাছে নেই আর্জেন্টিনা। কোপা আমেরিকা জয় এবং বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলার পরও আরও উন্নতির জায়গা দেখছেন স্ক্যালোনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা অজেয় থেকে অনেক দূরে আছি। নিজেদের অবস্থা ধারণা আছে আমাদের। যেটাতে আমরা ভালো, সেটাই করে যেতে হবে আমাদের। ফুটবলে সবসময়ই উন্নতির জায়গা রয়েছে।’

আগামী ৭ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৫টায় ফের মাঠে নামছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে তারা। পরে ১১ অক্টোবর উরুগুয়ে ও ১৪ অক্টোবর পেরুর মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে ফিরতে পেরে খুশি আর্জেন্টাইন কোচ।

তিনি বলেছেন, ‘আবারও ম্যাচ খেলা হবে। আমি খুবই খুশি। কারণ এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ এবং আমাদের বিশ্বাস রয়েছে যে আমরা ভালো করবো। আমাদের একটা ভিত্তি রয়েছে, দলের ৮০-৯০ শতাংশ প্রায় একই আছে। যার ফলে কম সময় থাকলেও মনে একটা আনন্দ কাজ করে।’

স্ক্যালোনি আরও বলেন, ‘প্রথম দুই ম্যাচের মাঝে প্রস্তুতির জন্য মাত্র দুই দিন আছে। বড় সমস্যা হলো, অনেক বেশি ওয়ার্কলোড নিয়েই এখানে এসেছেন এবং এখানের চাপটাও বাদ দিতে পারবে না। একসঙ্গে তিনটি ম্যাচ খেলা নতুন ব্যাপার। তবে আমাদের বড় স্কোয়াড আছে। যা সচরাচর দেখা যায় না। তাই মানিয়ে নিতে পারবো।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়