বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০

কোপা আমেরিকার শিরোপা নিয়েই ব্রাজিল ছাড়তে চায় মেসি

কোপা আমেরিকার শিরোপা নিয়েই ব্রাজিল ছাড়তে চায় মেসি
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

দর্শকদের কাছে পরিচিত একজন মায়াবি ফুটবলার হিসেবে লিওনেল মেসি। চলতি কোপা আমেরিকায় একের পর এক নজির গড়েছেন ১০ নম্বর জার্সি পরিহিত এ সুপারস্টার। নীলণ্ডসাদা জার্সিতে সবচেয়ে বেশি ১৪৭টি ম্যাচ খেলার রেকর্ড ভেঙেছেন। প্রথম আর্জেন্টিনীয় হিসেবে ছ’টি কোপায় খেলে ফেলেছেন। তার আগে কোনও একটা প্রতিযোগিতায় আর্জেন্টিনার কেউ অন্যদের দিয়ে এত গোল করাতে পারেন নি। মেসি করিয়েছেন পাঁচটি গোল।

আগামীকাল রোববার কোপা আমেরিকার ফাইনালের আগে এই কিংবদন্তি তারকার সামনে রয়েছে আরও রেকর্ড ভাঙার হাতছানি। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ৩৪টি ম্যাচ খেলার নজির গড়বেন ফাইনালে। এ বারের কোপায় মেসি এখন পর্যন্ত গোল করেছেন ছয় ম্যাচে চারটি। ছয়টি কোপা মিলিয়ে তার মোট গোল ১৩টি। আর চারটি গোল করলে তিনি দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতায় সব চেয়ে বেশি গোল করার নজির স্পর্শ করবেন।

ক্রীড়াভিত্তিক বিভিন্ন অনলাইন সূত্রে জানা যায়, মেসি অবশ্য কোনো ব্যক্তিগত মাইল ফলক নিয়ে মাথা ঘামাচ্ছেন না। কোপায় তার একটাই লক্ষ্য এই মুহূর্তে, যে কোনোভাবে দলকে ব্রাজিলের মাটিতে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রদের হারিয়ে চ্যাম্পিয়ন করা। তিনি কোপা আমেরিকার শিরোপা নিয়ে ব্রাজিল ছাড়তে চান। মেসি এখন পর্যন্ত দেশকে কোনও ট্রফি দিতে পারেননি! তার যাবতীয় সাফল্য বার্সেলোনার জার্সিতেই। মেসিকে তাই বলতে শোনা গেল, ‘কোনও ব্যক্তিগত রেকর্ড নয়। আমি একটা জিনিসই চাই, এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে। আমার লক্ষ্য একটাই ব্রাজিলকে হারিয়ে ট্রফি নিজেদের দেশে নেয়া’।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়