শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৪:৪৯

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, উপ-অঞ্চল কুমিল্লা

সংশোধিত (২য় বার) ফুটবল ভেন্যু পরিবর্তন

মো. জাকির হোসেন
সংশোধিত (২য় বার) ফুটবল ভেন্যু পরিবর্তন

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে ফুটবলসহ বেশ কয়েকটি ইভেন্টের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। কুমিল্লা উপ-অঞ্চল কর্তৃপক্ষ বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে।

সংশোধিত সূচি অনুযায়ী, ফুটবল (ছাত্র) ইভেন্ট অনুষ্ঠিত হবে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, ব্রাহ্মণবাড়িয়া। এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দলসমূহ।

সংশোধিত সেমিফাইনাল সূচি

ইভেন্ট দলসমূহ তারিখ সময় ভেন্যু
ফুটবল (ছাত্র) লক্ষ্মীপুর কাম উলপুর বনাম (ক) বিজয়ী দল বৃহস্পতিবার দুপুর ২.০০ টা কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, ব্রাহ্মণবাড়িয়া
ফুটবল (ছাত্রী) লক্ষ্মীপুর বনাম কুমিল্লা বৃহস্পতিবার বিকাল কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, ব্রাহ্মণবাড়িয়া
হ্যান্ডবল (ছাত্র) তুমিড়া বনাম লক্ষ্মীপুর ১৬.১০.২০২৫ সকাল ১১.০০ টা ক্যান্টনমেন্ট জিয়া উচ্চ বিদ্যালয়, কুমিল্লা
হ্যান্ডবল (ছাত্রী) (ক) বনাম (খ) বিজয়ী ১৬.১০.২০২৫ সকাল ১১.০০ টা ফেনা হেচ্ছা মিল্লা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা
দাবা (ছাত্র) (ক) চাঁদপুর বনাম লক্ষ্মীপুর
(খ) কুমিল্লা বনাম ব্রাহ্মণবাড়িয়া
১৬.১০.২০২৫ সকাল ১০.০০ টা কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা
দাবা (ছাত্রী) নরসিংদী বনাম ব্রাহ্মণবাড়িয়া ১৬.১০.২০২৫ সকাল ১০.০০ টা কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা

প্রতিটি খেলার সময় ও ভেন্যু পরিবর্তন হলে নতুন করে জানিয়ে দেওয়া হবে।


নিয়মাবলি ও নির্দেশনা

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক দলের খেলোয়াড়দেরকে জন্মনিবন্ধন সনদ, অনলাইন প্রদর্শন এবং ৭ম শ্রেণির ইউনিক আইডির অনলাইন কপি মাঠে প্রদর্শন করতে হবে।

১০ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনা বাধ্যতামূলক।

কর্তৃপক্ষ জানিয়েছে— “তারিখ, সময় বা ভেন্যু পরিবর্তনের প্রয়োজন হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।”


কর্তৃপক্ষের বক্তব্য

উপ-অঞ্চলীয় সম্পাদক ও সহকারী বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চল) বলেন—
“শিক্ষার্থীদের অংশগ্রহণ ও নিরাপত্তা বিবেচনায় আমরা কিছু ভেন্যু পরিবর্তন করেছি। সব ইভেন্ট নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রস্তুতি সম্পন্ন।”


সম্পাদক: বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি
উপ-অঞ্চল: কুমিল্লা
তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়