মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪৯

বাংলা নববর্ষ : জেলা বিএনপির তিনদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

চৌধুরী ইয়াসিন ইকরাম
বাংলা নববর্ষ : জেলা বিএনপির তিনদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে প্রথমবারের মতো চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে চাঁদপুর সদরে অনুষ্ঠিত হয়েছে তিনদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। এ প্রতিযোগিতাগুলো পয়লা বৈশাখ থেকে শুরু হয়ে তিনদিনব্যাপী ব্যাপক আয়োজন ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বেশ ক’টি ইভেন্টে সশরীরে উপস্থিত ছিলেন। ১৭ এপ্রিল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি স্থগিত করা হয়।

সোমবার রাতে উদ্যাপন কমিটির সভাশেষে পুরস্কার বিতরণের তারিখ জানানো হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম। জেলা বিএনপির আয়োজনে নববর্ষের প্রথম দিনে পয়লা বৈশাখে দুপুর ৩টায় পুরাণবাজার মধুসূদন মাঠে অনুষ্ঠিত হয় হাডুডু খেলা। এতে অংশগ্রহণ করে যুবদল ও জেলা স্বেচ্ছাসেবক দল। অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের তালিকা--- যুবদল : মানিকুর রহমান, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, ফয়সাল আহমেদ বাহার, অজিউল্লা, ইব্রাহীম (ইবু), সানি গাজী, শাহআলম, সোহাগ কবিরাজ, আরিফ হোসেন, নাহিদ হোসেন, আরমান হোসেন ও ইউসুফ।

স্বেচ্ছাসেবক দল : মাসুদ মাঝি, সামছুল আলম সূর্য, মো. আরেফিন খান, রাজিব দাস, মানিক জমাদার, সেলিম দেওয়ান, রাজু খান, লোকমান শেখ, শাওন মিজি, হুমায়ন আহমেদ কাউছার, আরিফ মিজিড ও পারভেজ বেপারী। খেলা পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

ছেলেদের দীর্ঘলাফ (লং জাম্প)-এ অংশগ্রহণ করে জয়লাভকারীরা হলেন : জুম্মন, শাকিন, মো. রাফি, নিরব শেখ ও সোহেল গাজী। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন : বোরহান খান, শাহজালাল শেখ, সাইফুল, আনোয়ার মাঝি, আক্তার হোসেন সাগর ও শাহজাহান কবির খোকা।

ফুটবল খেলায় নতুনবাজার একাদশ ও পুরাণবাজার একাদশে অংশ নেয়া খেলোয়াড়রা হলেন : পুরাণবাজার একাদশ--মিলন, মুকুল, কালাম, সাইফুল, রেদোয়ান, সুমন, তপন, শরিফ, মিলু, মিশন, আনোয়ার মাঝি, বোরহান খান, আক্তার, আল আমিন, হাসান ও বাবুল খান। দায়িত্বে ছিলেন : বোরহান খান, শাহজালাল শেখ, সাইফুল, আনোয়ার মাঝি, আক্তার হোসেন সাগর ও শাহজাহান কবির খোকা।

নতুনবাজার একাদশ-- আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর গাজী, মো. লুইস, মো. আমিন মোল্লা, সোহাগ মাঝি, ওয়াহিদুল রহমান লাবু, জাহাঙ্গীর পাটওয়ারী, জসিম পাটওয়ারী, স্বপন চৌধুরী, আবুল কালাম আজাদ (অভি), কাউসার, এমদাদ, হানিফ বকাউল, জিন্নাহ, জহির, জসিম পাটওয়ারী (২), ফয়েজ, মো. হারুন, মোস্তফা ও সাইফ পাটওয়ারী। টিম ম্যানেজার রোটারিয়ান কাজী মাঈনুল হক জীবন। দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর গাজী ও আনোয়ার হোসেন মানিক।

২ বৈশাখ (১৫ এপ্রিল ২০২৫) মঙ্গলবার অনুষ্ঠিত হয় ৬টি ইভেন্টে। ইভেন্টগুলো হলো : ছেলেদের ( মুক্ত সাঁতার, বুক সাঁতার, পিঠ সাঁতার), মহিলাদের হাড়ি ভাঙ্গা ও মহিলাদের বালিশ খেলা এবং রশি টানাটানি। ইভেন্টে অংশ নিয়ে জয়লাভকারীরা হলেন --মুক্ত সাঁতারে মেহেদী হাসান, সজীব ও ইমন হোসেন; বুক সাঁতারে মেহেদী হাসান, মো. তুষার ও সামিউল ইসলাম; পিঠ সাঁতারে আতিকুল ইসলাম, মিনহাজ শেখ ও সিয়াম হোসেন; হাড়িভাঙ্গায় অ্যাড. কুহিনুর বেগম, অ্যাড. শিরিন সুলতানা বেগম, ইয়াছমিন বেগম, রুমা বেগম, ভুলু বেগম ও রোজি; বালিশ খেলায় পুতুল আক্তার, রাবেয়া বেগম ও আঁখি আক্তার।

রশি টানাটানিতে অংশ নেয় চাঁদপুর সদর থানা বিএনপি ও চাঁদপুর পৌর বিএনপি। খেলায় উভয় পক্ষই যুগ্মভাবে জয়ী হয়। সাঁতারে দায়িত্বে ছিলেন মানিকুর রহমান মানিক, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, ফয়সাল গাজী বাহার ও ছাত্রদল। পাতিল ভাঙ্গা ও বালিশ/কুশন খেলার দায়িত্বে ছিলেন অ্যাড. কুহিনুর, অ্যাড. মুক্তা, নাসরিন, হীরা, সেতু ও শানু এবং রশি টানাটানির দায়িত্বে ছিলেন চাঁদপুর সদর থানা ও চাঁদপুর পৌর বিএনপি।

তেসরা বৈশাখ (১৬ এপ্রিল ২০২৫) বুধবার ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলো ছিলো : ছেলেদের মুক্ত সাঁতার, বুক সাঁতার, পিঠ সাঁতার, মেয়েদের দড়ি লাফ (স্কুল পর্যায়ের), মেয়েদের সুঁই গাঁথা, ছাত্রদলের ছেলেদের ১০০ মিটার দৌড়, ছাত্রদলের মেয়েদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা ও ছাত্রদলের ছেলেদের মোরগ লড়াই। এই ইভেন্টগুলোর মধ্যে জয়লাভকারীরা হলেন : ছেলেদের মুক্ত সাঁতারে আবুল হাসান, শাকিল আহমেদ, রিয়াদ হোসেন ও রাসেল হোসেন; বুক সাঁতারে মানিক খলিফা, সোহেল খান ও ফয়েজ ঢালী; পিঠ সাঁতারে আবুল হাসানাত, মানিক গাজী ও সাকিব হোসেন; মেয়েদের দড়িলাফে খাদিজা আক্তার, নুসরাত জাহান (হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়), জুঁই আক্তার, ফারজানা আক্তার, নুসরাত জাহান (পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়); মেয়েদের সুঁই সুতা গাঁথায় আয়শা আফরিন সারিকা, সামচ্ছুন্নাহার কাজল, নিঝুমা, মিসকাত, অরন্নী, হালিমা, ফাতেমা, রিজোয়ানা কাউসার, প্রীতি, জান্নাতুল মাওয়া, সুখ পাখি ও অজিহা; ছাত্রদলের ছেলেদের ১০০ মিটার দৌড়ে মো. মোজাম্মেল হোসেন, সোহেল গাজী ও পারভেজ খান; মেয়েদের ১০০ মিটার দৌড়ে মাহমুদা আক্তার, সাদিয়া আক্তার, খাদিজা আক্তার ও শারমিন আক্তার; ছাত্রদলের ছেলেদের মোরগ লড়াইয়ে ইমান হোসেন গাজী, ইসমাইল হোসেন পাটওয়ারী, জিয়াউর রহমান সোহাগ, মামুন খান ও পারভেজ খান। খেলাগুলোর দায়িত্বে ছিলেন যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

বৈশাখী উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লা সেলিমের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক জেলা বিএনপির আয়োজনে ২৪টি ইভেন্টের খেলাগুলো আয়োজন করা হয়। পুরানো দিনের ঐতিহ্যবাহী খেলাগুলো আবহমান বাংলার ঐতিহ্যের স্বার্থে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়। খেলাগুলো পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠ ও নতুনবাজারে হাসান আলী হাইস্কুল মাঠে এবং লেকে অনুষ্ঠিত হয়। আমরা ফাইনালের তারিখ জানিয়ে দিবো। জেলা বিএনপির আয়োজনে বৈশাখের প্রতিটি খেলায় উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন দলীয় নেতা-কর্মীসহ ক্রীড়ামোদী দর্শকরা।

উদ্যাপন কমিটির সদস্য ও চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝির সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, দেশের সংস্কৃতিকে জাগ্রত করার জন্যে আমাদের এ আয়োজন। দীর্ঘদিন পর এ ধরনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে খেলাগুলো অনুষ্ঠিত হয়।

নারীদের হাড়ি ভাঙ্গায় অংশ নেয়া জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা এ প্রতিবেদককে বলেন, উৎসবমুখর পরিবেশে হাড়িভাঙ্গা খেলাসহ বালিশ খেলায় অংশ নিয়েছে মহিলা দলের নেতা-কর্মীগণ। আমাদের জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই নিজে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। অনেকদিন পর চাঁদপুরের মানুষ মুক্ত মনে বৈশাখসহ বিভিন্ন খেলাধুলা দেখেছেন।

হাডুডু খেলায় অংশগ্রহণকারী রাজিব দাস জানান, বৈশাখের প্রথম দিন মধুসূদন মাঠে এ খেলায় অংশগ্রহণ করতে পেরে ভালো লেগেছে। দলের নেতা-কর্মীদের নিয়েই এ আয়োজন করায় আমরা নিজেরাই খেলতে পেরেছি। পুরাণবাজারে এ ধরনের আয়োজন হওয়ায় মাঠে অনেক দর্শক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়