প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৩:৩৪
রংপুরে ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ
চাঁদপুর আজ খেলবে শরীয়তপুর জেলা দলের সাথে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে দেশের বিভিন্ন স্থানের ৮টি ভেন্যুতে শুরু হয়েছে ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ট্রায়াল ওয়ানের খেলা। রংপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা দল খেলবে খুলনা, শরীয়তপুর ও রাজবাড়ি জেলা ক্রিকেট দলের সাথে। চাঁদপুর জেলা ক্রিকেট দল গত শনিবার (১৫ মার্চ ২০২৫) তাদের প্রথম ম্যাচে খেলতে নামে রাজবাড়ি জেলা দলের সাথে। চাঁদপুর জেলা ক্রিকেট দল রাজবাড়ি জেলা দলের সাথে ৭৩ রানে জয়লাভ করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাঁদপুর। তারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে হীরা ঢালী ৭৪ বলে ৭৫ ও রাফি ৮০ বলে ৭৩ রান করেন।
রাজবাড়ি জেলা ক্রিকেট দল ২৩৬ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৪১ ওভার ১ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৬২ রান করেন। বল হাতে চাঁদপুরের পক্ষে অনিমেষ কর ৪টি ও কবির ২টি করে উইকেট নেন।
আজ মঙ্গলবার চাঁদপুর জেলা দল দ্বিতীয় ম্যাচে অংশ নিবে পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর জেলা ক্রিকেট দলের সাথে। চাঁদপুর জেলা ক্রিকেট দল এবারের চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করেছে সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের নিয়ে। এবারের দলে সমপরিমাণ সিনিয়র ও জুনিয়র ক্রিকেটার রয়েছে। জেলা অনূর্ধ্ব-১৮ দলের বেশ ক’জন ক্রিকেটারও সুযোগ পেয়েছেন জেলার মূল দলের হয়ে খেলার। জেলা ক্রিকেটের ২০ সদস্যের দলটি ১৩ মার্চ রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়। জাতীয় চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সাবেক ক্রিকেটার ও আম্পায়ার (ক্রিকেট কোচ) সোলেমানের তত্ত্বাবধানে চাঁদপুর স্টেডিয়ামে রমজানের শুরু থেকেই বেশ ক’দিন অনুশীলন করেন।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলা দলের খেলা চলাকালীন সময় চাঁদপুরের যে সমস্ত ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলছে, সুযোগ পেলে তারা এ টুর্নামেন্টে জেলা দলের হয়ে খেলতে নামবেন। জেলা দলের অনুশীলনের শুরু থেকেই উইকেট রক্ষক ও ব্যাটসম্যান মোরসালিন খান অনুশীলন করলেও দল ঘোষণার পর তিনি খেলবেন না বলে কর্তৃপক্ষকে অবহিত করেন। একই ব্যাপারটি তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন। পরবর্তীতে দল রংপুর যাওয়ার আগে তার পরিবর্তে উইকেট রক্ষক ও ব্যাটসম্যান হিসেবে তোফায়েলকে অন্তর্ভুক্ত করা হয়।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : জিসান, সাখাওয়াত, হীরা ঢালী, সাহেদ, সাইফুদ্দিন, শাওন, সাকিব, তোফায়েল, অনিমেশ, শাওন, সাদ্দাম, ফজলে রাব্বী, মেহেদী, রাফি, কবির, অলিভ বাবু। কোচ সোলেমান। টিম ম্যানেজার গাউছুল আজম।
এদিকে চাঁদপুর জেলা দলের টিম ঘোষণা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্টেডিয়াম পাড়ায় সাবেক বেশ ক’জন ক্রিকেটারের মুখ থেকে শোনা গেছে, একই ব্যক্তি কয়টি জায়গার ম্যানেজারের দায়িত্ব পালন করবেন? তাদের বক্তব্য হচ্ছে, রংপুরে অবস্থানরত চাঁদপুর জেলা দলের টিম ম্যানেজার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ দলের খেলা চলাকালীন সময় ভেন্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। একই ব্যক্তি ক’টি দায়িত্ব পালন করবেন?