সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬

পুরানবাজার সানরাইজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

টাইব্রেকারে ৫-৪ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে সোনালী অতীত ক্লাবের শিরোপা জয়

স্টাফ রিপোর্টার
টাইব্রেকারে ৫-৪ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে সোনালী অতীত ক্লাবের শিরোপা জয়

চাঁদপুর পুরানবাজার মধুসূদন হাইস্কুল মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সানরাইজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শনিবার বিকেলে (২২ ফেব্রুয়ারি ২০২৫) টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় চাঁদপুরের জনপ্রিয় শীর্ষ দুই ফুটবল ক্লাব ব্রাদার্স ইউনিয়ন ও সোনালী অতীত ক্লাব। এই দুই দলের ফাইনাল ম্যাচ দেখার জন্য মধুসূদন মাঠে দর্শক সমাগম হয় ব্যাপক। সাধারণত স্থানীয় ফুটবলে এতো দর্শক দেখা যাওয়া খুবই বিরল।

প্রচুর দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলাটি নির্ধারিত সময় ড্র হয় ১-১ গোলে। পরবর্তীতে শিরোপা নির্ধারণীতে খেলা গড়ায় টাইব্রেকারে।

৫-৪ গোলে জয়ী হয় চাঁদপুর সোনালী অতীত ক্লাব। খেলার শুরুতে ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এরশাদের দেয়া দর্শনীয় গোলে ১-০ তে এগিয়ে যায় চাঁদপুর সোনালী অতীত ক্লাব। এই গোল হজম করে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলে ব্রাদার্স ইউনিয়ন। ১০ মিনিট না যেতেই তরিকুলের দেয়া গোলে খেলায় সমতা আনে ব্রাদার্স ইউনিয়ন। জয়ের জন্য পরে আর কোনো গোল পায়নি দুইদল। ফলে জয়-পরাজয় নিষ্পত্তিতে খেলা গড়ায় টাইব্রেকারে। চাঁদপুর ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলতে নামা ঢাকার এক প্লেয়ার টাইব্রেকারে গোল মিস করায় শিরোপা লাভে কাঙ্ক্ষিত জয় পেয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সোনালী অতীত ক্লাব। দুই দলই ঢাকা এবং চাঁদপুরের সেরা খেলোয়াড়দের নিয়ে ফাইনাল টিম গঠন করে।

এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেয়।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে চাঁদপুর সোনালী অতীত ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। চাঁদপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে রানার আপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি এ সময় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সোনালী অতীত ক্লাবের সিজানের হাতে ক্রেস্ট তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে আরো আরো বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম ও সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।

সানরাইজ ক্লাবের সভাপতি সঞ্জয় দাস সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সোনালী অতীত ক্লাবের আনোয়ার হোসেন মানিক, চাঁদপুর পৌর বিএনপি নেতা শহিদুল ইসলাম মুক্কু, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মী, সানরাইজ ক্লাবের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দু দলই চমৎকার ফুটবল খেলেছে। তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। জয়-পরাজয় মেনে নিয়ে খেলাধুলাকে এগিয়ে নিতে হবে। মধুসূদন হাইস্কুলের এই মাঠটি অসমতল হওয়ায় খেলোয়াড়রা স্বাভাবিক ফুটবল নৈপুণ্য দেখাতে পারেনি। অধিকাংশ খেলোয়াড় বল নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করলেও বল বাউন্স করেছে বেশি। মাঠটি সংস্কারে আমাদের সুদৃষ্টি থাকবে।।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়