শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৪

এভারগ্রীন ক্লাবের সিজন-১২ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

চৌধুরী ইয়াসিন ইকরাম
এভারগ্রীন ক্লাবের সিজন-১২ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

চাঁদপুর আউটার স্টেডিয়ামে চলছে এভারগ্রীন ক্লাবের সিজন-১২ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ১২টি দল নিয়ে ১১ ফেব্রুয়ারি শুরু হয়েছে এ টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নিয়েছেন ক্লাবের সদস্যরা। গ্রুপ বি : আমজাদ হোসেন ও আলমগীর আলম জুয়েল জুটি, মাইনুল ইসলাম পাটোয়ারী ও মাকসুদ জুটি এবং মুরাদ হোসেন ও আ. মান্নান জুটি। গ্রুপ ডি : মাসরুর হাসান ভুইয়া ও শাহাদাৎ হোসেন জুটি, মনির হোসেন ও মাসুদুর রহমান জুটি এবং গিয়াস কবির ও দেলোয়ার হোসেন জুটি।

চাঁদপুর পৌর প্রশাসক ও (উপ-সচিব) মো. গোলাম জাকারিয়া বলেন, সারাদিন আমরা কর্মব্যস্ততা শেষে সন্ধ্যার পরে সবাই মিলিত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করি। এই ক্লাবের সকল সদস্য অনেক আন্তরিক। আমি বিভিন্ন জেলায় চাকরি করেছি, সেসব জেলার তুলনায় এ জেলার মানুষ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনেক আন্তরিক। আমাদের টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষে এখন দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। আশা করি এ মাসের শেষদিকে ফাইনাল অনুষ্ঠিত হবে।

ক্লাবের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. জালাল উদ্দিন রুমী বলেন, প্রতিবছরই আমরা ক্লাব সদস্যদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে থাকি। অত্যন্ত আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। আমাদের এই ক্লাবের সদস্যরা বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকুরির সাথে জড়িত রয়েছেন। সকলের কাজকর্ম শেষেই তারা সন্ধ্যায় এখানে এসে মিলিত হন খেলাধুলার জন্যে।

ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও খেলোয়াড় সৈয়দ মশিউর রহমান বলেন, আমরা প্রতিবছর শীতের শুরুতেই টুর্নামেন্টের আয়োজন করে থাকি। প্রতি বছরই আমাদের ক্লাব থেকে খেলাধুলা, ফ্যামিলি ডেসহ পিকনিকের আয়োজন করে থাকি। আমাদের খেলাধুলাসহ চলমান কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়