শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৮

ফরিদগঞ্জে অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

ফরিদগঞ্জে অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। মোট ১৬টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) রাতে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রয়াত অমির পিতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন। সাবেক ক্রীড়াবিদ ও তিনবারের নির্বাচিত কাউন্সিলর জাকির হোসেন গাজীর সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক নুরুন্নবী নোমান। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক ইউনুছ বেপারী, সদস্য সচিব মফিজ বেপারী, জেলা ছাত্রদলের সদস্য আশিক রহমান প্রমুখ।

মঞ্জিল হোসেন তাঁর বক্তব্যে বলেন, আমার প্রয়াত ছেলে অমি যদি আজ বেঁচে থাকতো, তাহলে সে হয়তো যুবকে পরিণত হতো। সেও খেলাধুলায় ব্যস্ত থাকতো। তাই তরুণ এই প্রজন্মকে ছেলের মতো মনে করেই অমির স্মৃতি ধরে রাখতে এবং যুবসমাজকে মাদকমুক্ত রেখে ক্রীড়ামুখি করতেই এই আয়োজন। এর পাশাপাশি আমি ক্রীড়ানুরাগী হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলাব্যাপী অমি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নেবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়