রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০১:২৯

মতলবে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গালিমখাঁ ব্লাক সার্ক ঢাকা

সংবাদদাতা
মতলবে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গালিমখাঁ ব্লাক সার্ক ঢাকা

মতলব উত্তরে নিশ্চিন্তপুর বন্ধু মহল ক্লাব আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ক্রিকেটি টি-১০ টুর্নামেন্ট ২০২৪-২০২৫-এর সেমি-ফাইনাল খেলা ২৭ জানুয়ারি নিশ্চিতপুর ডিগ্রি কলেজ মাঠে বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় গালিমখাঁ ব্লাক সার্ক ঢাকা ৯ উইকেটে আদুরভিটি আদর্শ ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে । খেলার প্রথমে ব্যাট করে আদুরভিটি ১৫৩/৪ করে। পরে ব্যাট করে গালিমখাঁ ব্লাক সার্ক ঢাকা ১৫৫/১ করে ফাইনালে উন্নীত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম ছারোয়ার মজুমদার।

ব্যবসায়ী ও সমাজসেবক দুবাই প্রবাসী মো. আহসান উল্লাহ প্রধানের সার্বিক সহযোগিতায় মুন্সী মো. জাহাঙ্গীর আলম ও মো. নাজমুল হাসান রোকনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য মো. আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার প্রমুখ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়