প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ২২:১৩
চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিকেট উৎসব
চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত ক্রিকেট উৎসব-২০২৫ মঙ্গলবার দুপুরে (১৪ জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। এসকেএফ-এর স্পন্সরে ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রীতি ম্যাচে অংশ নেয় সদর হাসপাতাল চিকিৎসক দল এবং সদর চাঁদপুর সরকারি হাসপাতাল ও চাঁদপুর মেডিকেল কলেজ ইন্টার্নি চিকিৎসক দল। নির্ধারিত ১০ ওভারের এই প্রীতি ম্যাচে প্রথমে ব্যাট করে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল চিকিৎসক দল ৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ডা. আওলাদুজ্জামন সৌরভ। জবাবে চাঁদপুর সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ ইন্টার্নি চিকিৎসক দল ৯.১ ওভারে ৩ উইকেটে ৭৫ রান করে। ফলে তারা ৭ উইকেটে জয়ী হয়। জয়ী দলের ডা. তাসনিমুল হাসান ৩৪ করেন। হাসপাতাল চিকিৎসক দলের ডা. আসিব ২ উইকেট লাভ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ট্রফিসহ ম্যান অব দ্য ম্যাচ ও দু দলের প্লেয়ারদের ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী, ডা. মাহমুদুন্নবী মাসুম, অর্থোপেডিক সার্জারি ডা. শাহাদাত হোসেন, মেডিকেল অফিসার সৈয়দ আহমেদ কাজল প্রমুখ। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মেডিকেল কলেজের শিক্ষার্থী পিএস মং ও স্কোরার ছিলেন খালিদ বিন ইউসুফ। ধারাভাষ্যকার ছিলেন তাহসিন রহমান, রবিউল হাসান ও নাইমুর রহমান। এ সময় এসকেএফের স্থানীয় কর্মকর্তারা ছাড়াও চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।