প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ২১:৪৪
অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন লক্ষ্মীপুর
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটের খেলায় চট্টগ্রাম বিভাগীয় পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লক্ষ্মীপুর জেলা।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) চাঁদপুর স্টেডিয়ামে ফাইনালে চট্টগ্রামকে ৩ উইকেটে পরাজিত করে লক্ষ্মীপুর জেলা। টসে জিতে চট্টগ্রাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৪৬.৪ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৬০ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ওপেনিং ব্যাটসম্যান আরশাদুল হক আয়ান। তিনি ৮৭ বলে ৬৬ রান করেন।
দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আব্দুল্লাহ আল সাঈদ। তিনি ৪৩ বলে ৩৯ রান করেন।
লক্ষ্মীপুর দলের বোলার ইফতিখার অবিব ১০ ওভার বল করে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট দখল করে নেন।
লক্ষ্মীপুর জেলা দল ৪৯. ৪ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
দলের ওপেনার মুগ্ধ দাস ৭৬ বলে ৩৪ রান করেন। অনিক ৩৪ বলে ২৯ রান করে এবং অতিরিক্ত থেকে আসে ২৮ রান। চট্টগ্রাম দলের আরশাদুল হক আয়ান ১০ ওভার বল করে ৩ উইকেট লাভ করেন। লক্ষ্মীপুরের অধিনায়ক আবিদ অপরাজিত থেকে ১৯ বলে ১৩ রান করেন এবং ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন।
বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেট উপ-কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ক্রীড়া অফিসার
রফিকুল ইসলাম, জায়েদ আল হাসান রিফাই, জাহাঙ্গীর গাজী, মারজুক মুঈদ সহ অংশ নেওয়া দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ।