প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:২২
চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ে বিতর্ক কর্মশালা
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব আয়োজিত বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ক্লাস রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ট্রেইনার হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, ডিবেটিং সোসাইটির ইভেন্ট সম্পাদক তাওহীদ আহমেদ।
কর্মশালায় বিতর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ডিবেটিং ক্লাবের মডারেটর এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. বাইজীদ আহম্মেদ রনি।
কর্মশালায় আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন তাজনীন তাজ ছোঁয়া, নাঈমুর রহমান নিয়ামুল ও এসএম মানজুরুল ইসলাম।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাবের এটাই প্রথম কর্মশালা।