মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৬

সাক্ষাৎকারে হাবিবুল বাশার সুমন

যতবেশি খেলা হবে, ততবেশি প্রতিভা বেরিয়ে আসবে

প্রবীর চক্রবর্তী
যতবেশি খেলা হবে, ততবেশি প্রতিভা বেরিয়ে আসবে

সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) ফরিদগঞ্জ উপজেলার আইউব আলী খান কমপ্লেক্স মাঠে গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ সময় তিনি সাংবাদিকদের সাথে ক্রিকেট নিয়ে কথা বলেন।

'ক্রিকেট নিয়ে কী স্বপ্ন দেখেন' এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে আমার অনেক বড়ো স্বপ্ন। আমি বিশ্বাস করি, একদিন আমরা বিশ্বাকাপ জয় করে আনবো। ইতোমধ্যেই আমাদের জুনিয়র টিম ও নারীরা এশিয়া কাপ জয়ে করে দেখিয়েছে। তৃণমূলেই আমাদের প্রতিভা রয়েছে। এই ফরিদগঞ্জ উপজেলা থেকেই শামীম পাটওয়ারী, মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটাররা উঠে এসে এখন জাতীয় দলে খেলছে। আমাদের জাতীয় দলকে সমৃদ্ধ করতে হলে এই রকম তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমি আশা করছি বিসিবি সারাদেশে ক্রিকেটকে আরো বেশি ছড়িয়ে দিবে এবং ট্যালেন্ট হান্টে উদ্যোগী হবে। গৃদকালিন্দিয়ায় আমি আসতে পেরে খুব খুশি, এখানকার লোকজনের ক্রিকেটের প্রতি ভালবাসা দেখে আমি নিশ্চিত বাংলাদেশের ক্রিকেটের জন্যে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। যতবেশি খেলা হবে, ততবেশি প্রতিভা বেরিয়ে আসবে, যা আমাদের ক্রিকেটের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে।

ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে তিনি বলেন, আমরা ওয়ান ডে তে খারাপ করলেও টেস্টে ভাল করেছি এবং কিছুটা দুর্বল টি-২০তে খুবই ভাল করেছি। অর্থাৎ আমরা যে পারি ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা তা বুঝিয়ে দিয়েছি। টি-২০ ফরমেটে ইংল্যান্ড এবং আমরাই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পেরেছি, আর কেউ নয়। তার মানে আমাদের সামর্থ্য রয়েছে। আমাদের এখন দরকার ধারাবাহিকতা। মানসিকভাবে দৃঢ় হতে হবে। আমরা যেন হাল ছেড়ে না দেই। অবশ্যই আমরা একদিন এই ফরমেটেও শক্তিশালী দল হয়ে উঠবো।

বিপিএল নিয়ে তিনি বলেন, এ বছর বিপিএলে অনেক কিছুই পবিবর্তন করা হয়েছে। আমাদের সমস্যা হচ্ছে, আইকনিক প্লেয়ারদের সবসময় পাওয়া যায় না। এক সময় মানসম্মত বিদেশী প্লেয়ার পাওয়া সহজ হলেও বিশ্বের বিভিন্ন দেশে এ রকম টুর্নামেন্টের সংখ্যা বৃদ্ধি এবং সারা বছর তা চলায় কিছুটা কঠিনই হচ্ছে এদের ম্যানেজ করতে। তারপরও মাঠের বাইরে এবং ভেতরে বিপিএল গত বছরের থেকে এ বছর আরো ভাল হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়