বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শ্রীনগর কাঁপছে
  •   হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
  •   অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে
  •   মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ
  •   স্বপ্নের বই হাতে পেয়ে আনন্দে ফেটে পড়ল চাঁদপুরের শিক্ষার্থীরা

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৯

জাতীয় লিগ টি-টোয়েন্টি: কষ্টার্জিত জয়ে ফাইনালে রংপুর, বিদায় চট্টগ্রামের

অনলাইন ডেস্ক
জাতীয় লিগ টি-টোয়েন্টি: কষ্টার্জিত জয়ে ফাইনালে রংপুর, বিদায় চট্টগ্রামের

রংপুরের সাফল্য, চট্টগ্রামের বিদায়: জাতীয় লিগে রোমাঞ্চকর লড়াই | প্রতিবেদক : মোঃ জাহিদুল ইসলাম সুমন খন্দকার

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগ টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর ৪ উইকেটের কষ্টার্জিত জয় নিয়ে উঠেছে ফাইনালে। ঢাকা মহানগরের দেওয়া মাত্র ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে রংপুরকে খেলতে হয়েছে ১৯.২ ওভার, হারাতে হয়েছে ৬ উইকেট।

তবে টানা সাত ম্যাচে জয় নিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়া ঢাকা মহানগরের ফাইনালে ওঠার সুযোগ এখনো বাকি। দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ তারা মুখোমুখি হবে এলিমিনেটরে জয়ী খুলনার। খুলনা এর আগে চট্টগ্রামকে হারিয়ে বিদায় করেছে টুর্নামেন্ট থেকে।

প্রথম কোয়ালিফায়ারে ব্যাট হাতে একেবারেই খেই হারায় ঢাকার ব্যাটসম্যানরা। ২০ ওভারে মাত্র ১০৭ রানে থামে তাদের ইনিংস। ওপেনার ইমরানুজ্জামানের ৩০ রান এবং সাতে নামা আমিনুল ইসলামের ২৪ বলে অপরাজিত ২৩ রানের ইনিংসই দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যায়। রংপুরের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন রবিউল হক, যিনি ১৯ রানে নেন ৩ উইকেট।

জবাবে রংপুরের ব্যাটিংও ছিল ধীরগতির। প্রথম ১২.১ ওভারে মাত্র ৬২ রান তুললেও অভিজ্ঞ তানভীর হায়দার ও আরিফুল ইসলামের ২২ রানের দুইটি ইনিংসে জয় নিশ্চিত করে রংপুর। ম্যাচসেরা হয়েছেন রবিউল হক।

সংক্ষিপ্ত স্কোর: ঢাকা মহানগর: ২০ ওভারে ১০৭/৯ (ইমরানুজ্জামান ৩০, আমিনুল ২৩*; আলাউদ্দিন বাবু ২/২৫, রবিউল হক ৩/১৯) রংপুর: ১৯.২ ওভারে ১০৮/৬ (তানভীর ২২*, আরিফুল ২২; শহীদুল ২/২৫, আবু হায়দার ১/২৫) ফল: রংপুর ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা: রবিউল হক।

খুলনার জয়, চট্টগ্রামের বিদায় একই স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে খুলনা ৭ রানের জয় নিয়ে চট্টগ্রামকে টুর্নামেন্ট থেকে বিদায় করে। খুলনার দেওয়া ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রানে থেমে যায়।

খুলনার হয়ে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক নুরুল হাসান। তার সঙ্গে আজিজুল হাকিম করেন ২০ রান। অন্যদিকে চট্টগ্রামের ইয়াসির আলী ও নাঈম হাসানের ৫৩ রানের পার্টনারশিপ দলকে জয়ের কাছে নিয়ে গেলেও শেষ দিকে ব্যর্থতা তাদের পরাজয়ের কারণ হয়।

সংক্ষিপ্ত স্কোর: খুলনা: ১৯.৩ ওভারে ১৪৬/১০ (নুরুল ৫২, আজিজুল ২০; ফরহাদ ৩/২০, শরীফ ৪/২৬) চট্টগ্রাম: ২০ ওভারে ১৩৯/৬ (ইয়াসির ৩৭, নাঈম ৩৪*; মেহেদী রানা ২/১২, মাসুম ২/২১) ফল: খুলনা ৭ রানে জয়ী। ম্যাচসেরা: নুরুল হাসান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়