প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২১:৩০
চট্টগ্রামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন চাঁদপুর
চট্টগ্রামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর জেলা ক্রিকেট দল। রোববার
(১৫ নভেম্বর ২০২৪) এমএ আজিজ স্টেডিয়ামে চাঁদপুর জেলা দল শেষ ম্যাচে খেলতে নামে নোয়াখালী জেলা দলের সাথে। নোয়াখালীর সাথে ৪৫ রানে জয়লাভ করে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর জেলা দল। চাঁদপুরের দলটি ১৭ ডিসেম্বর সেমি-ফাইনালে খেলবে লক্ষ্মীপুরের সাথে।
রোববার নোয়াখালী ক্রিকেট দল টসে জয়লাভ করে চাঁদপুর দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। চাঁদপুর জেলা ক্রিকেট দল ৪৭ ওভারের সব ক’টি উইকেট হারিয়ে ১৫৬ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে শাহিদ আফ্রীদি ৫২ ও মাহমুদুল হাসান ২৫ রান করেন।
নোয়াখালী জেলা ক্রিকেট দল ১৫৭ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৪৬ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১১১ রান করে। চাঁদপুরের পক্ষে বল হাতে ইলিয়াস ৪ ও অনিমেষ ৩টি করে উইকেট নেন।
চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ ও চাঁদপুর জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকীর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত রোববারের ম্যাচ চট্টগ্রাম ও লক্ষ্মীপুরের সাথের খেলায় লক্ষ্মীপুর দলটি জয়লাভ করে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ১৭ ডিসেম্বর ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের সাথে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন চাঁদপুর সেমি-ফাইনালে খেলবে।
চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড়রা হলেন : শাহেদ আফ্রিদী, সালমান জাহান মিয়াজী, মাহমুদুল হাসান নোমান, ইলিয়াছ আহমেদ হিমেল, রাকিব হাসান শামিম, আলামিন বেপারী, রাতুল দাস, মারিন, সিয়াম আখন্দ, নাবিল, আবুবকর রনি, ইমতিয়াজ আয়মন, অনিমেষ কর, নাফী, রাফিদ, ইনজামামুল হক, মুশফিক হাসান আয়ান, জিহাদ গাজী। কোচ পলাশ কুমার সোম।
চট্টগ্রামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ গ্রুপ চ্যাম্পিয়ন চাঁদপুর জেলা ক্রিকেট দল।