প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫
শ্রীনগরে বিলুপ্ত হওয়া হাড়ি পাতিল খেলা খেলছে শিশুরা
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘরা ফিরোজ ডাক্তার বাড়ির বালুর মাঠে ১৪ ডিসেম্বর দুপুরে দুটি শিশু ছোট হাড়ি দিয়ে খেলাধুলা করছিল। পত্রিকার প্রতিনিধি তাদের কাছে জানতে চাইলে তারা জানায়, ছোট হাড়ি পাতিলে বালি, মাটি ও কচুরিপানা দিয়ে রান্না হচ্ছে, ভাত ও তরকারি তৈরি করা হচ্ছে।
|আরো খবর
তারা জানান, এটি তাদের জন্য একটি মিছেমিছি রান্নাবান্নার খেলা। তাদের নানা, আবু তালেব, বলেন, "আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম, তখন এমন খেলা খেলেছি।" তিনি আরও জানান, বর্তমান যুগে আধুনিক প্রযুক্তির কারণে শিশুরা মোবাইল নিয়ে খেলাধুলা করে, ফলে ঐতিহ্যবাহী এই খেলা বিলুপ্ত হয়ে গেছে।
তবে, আবু তালেব জানিয়েছেন, তার নাতিনদের এই খেলা ভীষণ পছন্দ। তাদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর তিনি বাজার থেকে তাদের জন্য ছোট কয়েকটি হাড়ি পাতিল কিনে দিয়েছেন, যাতে তারা আবারও পুরনো এই খেলা খেলতে পারে। বর্তমানে গ্রামের অনেক স্থানে এই খেলা এখনও শিশুদের মধ্যে জনপ্রিয় হয়ে আছে।
এখানে, শ্রীনগরের এই শিশুরা প্রাচীন কালের ঐতিহ্যবাহী খেলাটি আবার নতুনভাবে শিখছে ও খেলছে, যা একটি সুন্দর স্মৃতিরূপে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ছে।