বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

চট্টগ্রামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট

আজ নোয়াখালীর সাথে জিতলেই সেমি-ফাইনালে খেলবে চাঁদপুর

চৌধুরী ইয়াসিন ইকরাম

চট্টগ্রামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আজ খেলতে নামবে চাঁদপুর জেলা দল। আজ রোববার (১৫ ডিসেম্বর ২০২৪) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে চাঁদপুর জেলা দল শেষ ম্যাচে খেলতে নামবে নোয়াখালী জেলা দলের সাথে। আজ যেই দল জিতবে, সেই দলই খেলবে টুর্নামেন্টের সেমি-ফাইনালে। এ দল দুটিই প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে জয়লাভ করে।

চাঁদপুর জয় পেয়েছিলো খাগড়াছড়ি ও কুমিল্লার সাথে।

চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ শামীম ফারুকী জানান, চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত রোববারের ম্যাচ চট্টগ্রাম ও লক্ষ্মীপুরের সাথে। যেই দল জয়ী হবে সেই দলই চট্টগ্রামে সেমি-ফাইনালে খেলবে চাঁদপুর কিংবা নোয়াখালীর সাথে ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের গ্রুপ এ-তে রয়েছে খাগড়াছড়ি, চাঁদপুর, কুমিল্লা ও নোয়াখালী। চট্টগ্রাম বিভাগের ৩টি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার রাতে চাঁদপুর জেলা ক্রিকেট দলের কোচ পলাশ কুমার সোম মুঠোফোনে বলেন, আমরা যাতে নোয়াখালীর সাথে জয়লাভ করে সেমি-ফাইনালে উঠতে পারি সেজন্যে সকলের দোয়া কামনা করছি। খেলোয়াড়রা যাতে তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে সেটা প্রত্যাশা করছি।

চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড়রা হলেন : শাহেদ আফ্রিদী, সালমান জাহান মিয়াজী, মাহমুদুল হাসান নোমান, ইলিয়াছ আহমেদ হিমেল, রাকিব হাসান শামিম, আলামিন বেপারী, রাতুল দাস, মারিন, সিয়াম আখন্দ, নাবিল, আবু বক্কর রনি, ইমতিয়াজ আয়মন, অনিমেষ কর, নাফী, রাফিদ, ইনজামামুল হক, মুশফিক হাসান আয়ান, জিহাদ গাজী। কোচ পলাশ কুমার সোম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়