প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২
শাহরাস্তি জুড়ে ক্রীড়া উৎসব
তিনটি মেগা আসরসহ প্রতিদিনই চলছে বিভিন্ন টুর্নামেন্ট
৫ আগস্ট দেশের ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তনের পর যেখানে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, ঠিক সেই সময় বিভিন্ন ক্রীড়া উৎসবে মেতে উঠেছে শাহরাস্তি উপজেলা। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং সহ নানা অপকর্ম থেকে নিজেদেরকে নিরাপদে রাখতে শাহরাস্তি উপজেলার যুবসমাজ এখন খেলাধুলা নিয়ে ব্যস্ত সময় পার করছে । শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ক্রীড়া প্রতিযোগিতা। পাড়া মহল্লা, ইউনিয়ন পৌরসভা সহ চারদিকে শুধু ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় মাঠে ৩২টি দল নিয়ে যাত্রা শুরু করে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন। দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই টুর্নামেন্ট।
আয়োজক কমিটি জানায়, জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলার প্রস্তুতি নিচ্ছেন তারা। এর কিছুদিন পরেই শাহরাস্তি উপজেলা সদরে উদ্বোধন করা হয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননন্দিত নেতা মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের। ৩২ টি দলের অংশগ্রহণে জমজমাট এ আয়োজনের সমাপ্তি ঘটবে আগামী ১৩ ডিসেম্বর।
টুর্নামেন্টের আয়োজক মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর ছেলে আমিমূল এহছান হৃদয় জানান, উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রাতে। এজন্যে পর্যাপ্ত লাইটিং করা হচ্ছে। আয়োজনটিকে স্মরণীয় করে রাখতে আতশবাজি প্রদর্শন করা হবে।
গত কিছুদিন পূর্বে ক্রীড়া সংগঠন সাদ্দাম হোসেন মিঠুর হাত ধরে যাত্রা শুরু করে শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতিয়ে রাখেন কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। উদ্বোধনী অনুষ্ঠানে জমকালো আতশবাজি প্রদর্শন করা হয়।
ক্রীড়া সংগঠক ও আয়োজক সাদ্দাম হোসেন মিঠু জানান, টুর্নামেন্টের ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে আরও বড়ো চমক রয়েছে, যা শাহরাস্তিতে ইতিহাস সৃষ্টি করবে।
এছাড়াও উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে ওয়ারুক প্রিমিয়ার লীগ। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খামপাড় ফ্রেন্ডস ক্লাব আয়োজিত মিনি বার ফুটবল টুর্নামেন্টের সিজন-৩-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে যুবসমাজ। উপজেলার বিভিন্ন এলাকায় এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ছাত্র ও যুবসমাজের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করে যাচ্ছেন।
অনেকেই জানান, যে কোনো সময়ের তুলনায় এ বছর শাহরাস্তিতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বেশি। যুবসমাজকে ক্রীড়ামুখি করা হলে সমাজের নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাদের রক্ষা করা সম্ভব হবে। তাই সচেতন মহলকে খেলাধুলায় সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।