মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৮

চাঁদপুর সোনালী অতীত ক্লাবের কমিটি নিয়ে ধূম্রজাল

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর সোনালী অতীত ক্লাবের কমিটি নিয়ে ধূম্রজাল

বাংলাদেশ জাতীয় ফুটবল দল, ঢাকার বিভিন্ন ফেডারেশনভুক্ত ক্লাব ও জেলার সাবেক ফুটবলারদের নিয়ে গড়ে উঠেছিল চাঁদপুর সোনালী অতীত ক্লাব। ২০০২ সালের ১১ সেপ্টেম্বর ক্লাবটির যাত্রা শুরু হয়। ক্লাবের উদ্বোধনী দিন বাংলাদেশ জাতীয় দলের অনেক ফুটবলারসহ দেশের বিভিন্ন জেলার অনেক ফুটবলারই উপস্থিত ছিলেন। আজ সেই ক্লাবের কার্যকরী কমিটি নিয়ে সাবেক সদস্যদের মধ্যে চলছে ধূম্রজাল। একটি পক্ষ মনে করছেন, বর্তমানে ক্লাবের যারা দায়িত্বে রয়েছেন, সেই কমিটির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত রয়েছে। তারা চাচ্ছেন চলমান কমিটি দিয়ে আগামী দিনের কার্যক্রম চালিয়ে নেওয়ার। ক্লাবের সদস্য ও সাবেক ফুটবলারদের আরেকটি পক্ষ মনে করছেন, সারা বাংলাদেশে বর্তমানে সকল কিছুতেই সংস্কার হচ্ছে। সেই অনুযায়ী তরুণ নেতৃত্বের মাধ্যমেও ক্লাবের নতুন কমিটি গঠন করা হোক। আর সেটা ইলেকশন কিংবা সিলেকশনের মাধ্যমেই। যদিও ক্লাবের সকল সদস্যের সম্মতি নিয়েও সিলেকশন কমিটি করা হয়। এতে ক্লাবটি আগামীতে নতুনভাবে খেলাধুলার কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে অনেকে মনে করেন।

ক্লাবের কার্যকরী কমিটি নিয়ে দ্বন্দ্বে লিপ্ত দুটি পক্ষই চাচ্ছেন, সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও সাবেক ফুটবলার, চাঁদপুর জেলার কৃতী সন্তান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক।

চাঁদপুর সোনালী অতীত ক্লাবের উদ্বোধনের পর ক্লাবের সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আমেরিকা প্রবাসী আবুল হোসেনকে সভাপতি ও মনোয়ার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ক্লাবের প্রথম কমিটি গঠন করা হয়। ৩ বছরের কার্যকরী কমিটি চলাকালীন সভাপতি আবুল হোসেন আমেরিকা চলে গেলে সাবেক ফুটবলার আব্দুস সামাদ দেওয়ান (বর্তমানে মরহুম)কে সভাপতির দায়িত্ব দেয়া হয়। ক্লাব গঠন হওয়ার ৬ বছর পরে ক্লাবের সকল সদস্যের সম্মতিতে সাবেক ফুটবলার মনোয়ার হোসেন চৌধুরীকে সভাপতি ও সাবেক ফুটবলার গোলাম মোস্তফা বাবুকে সাধারণ সম্পাদক করে তিন বছরের কমিটি করা হয়। এরপর আরেকটি কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ার পরেও একটি কার্যকরী কমিটি গঠন করা হয় বলে ক্লাব সূত্রে জানা যায়। যদিও ওই কমিটি কখনো প্রকাশিত হয়নি বলে ক্ষোভের সাথে ক্লাব সদস্যরা জানান।

চাঁদপুর সোনালী অতীত ক্লাবের কমিটি নিয়ে গত ক'দিন ধরে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে চলছে কানাঘুষা। বর্তমান কমিটিতে যারা রয়েছেন তাদের একাংশ চাচ্ছেন এই কমিটি ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকুক, যদিও এ নিয়ে চলছে জেলার সাবেক ফুটবলারদের মধ্যে বিরোধ। ক্লাবের কমিটি গঠন এবং ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে চলতি মাসের ১৬ নভেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ক্লাব সদস্যদেরকে জানানো হয়েছিল সাধারণ সভার কথা। পরবর্তীতে ক্লাবের সভাপতির শারীরিক অসুস্থতার কারণে সভার কার্যক্রম স্থগিত করা হয়। চাঁদপুর আউটার স্টেডিয়ামে সোনালী অতীত ক্লাব সংলগ্ন কয়েকজন ক্রীড়া সংগঠকদের সাথে আলাপকালে তারা জানান, গত ১৬ নভেম্বর যদি আউটার স্টেডিয়ামে সোনালী অতীত ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হতো, তাহলে সেখানে প্রচুর রক্তক্ষরণসহ সংঘর্ষ হতো। কারণ একটি পক্ষ চাচ্ছেন, সংঘর্ষের মাধ্যমে ক্লাবের কমিটি গঠন করার।

ক্লাবের কমিটি গঠন নিয়ে ক্লাবের বর্তমান সভাপতি, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মনোয়ার হোসেন চৌধুরীর সাথে এ প্রতিবেদকের আলাপ হলে তিনি বলেন, কতিপয় সদস্য চাচ্ছেন নতুন কমিটি গঠন হোক। বর্তমান কমিটির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। ক্লাব গঠন হওয়ার পর থেকে সকল কিছুই সুন্দরভাবে চলছে। ইদানীং এসে দেখা গেছে, কতিপয় সদস্য কমিটি গঠন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ২৬ নভেম্বর চাঁদপুর সোনালী অতীত ক্লাবের ফুটবল ম্যাচ রয়েছে মিরপুর সোনালী অতীত ক্লাবের সাথে। চাঁদপুরের ক্রীড়াঙ্গনের কর্ণধার শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় এই নিয়ে আলোচনা হয়েছে। খেলা শেষ হলে ক্লাবের বিষয় নিয়ে আলোচনা হবে।

সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গীর গাজীর সাথে এই প্রতিবেদকের আলাপকালে তারা জানান, ২০২২- ২০২৩ সালে ক্লাবের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কিন্তু সে কমিটি প্রকাশ করা হয়নি আজ পর্যন্ত। আমরা ২জন এ ক্লাবের ফুটবল একাডেমী গঠন করার পর নিয়মিত ফুটবলার ও প্রমীলা ফুটবলারদেরকে প্রশিক্ষণ দেওয়াসহ বিভিন্ন স্থানে খেলাধুলায় অংশগ্রহণ করে যাচ্ছি।

চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সদস্য, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীন জনুর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, আমাদের ক্লাবের সাথে ঢাকার মিরপুরের প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে। যে দলে প্রতিনিধিত্ব করবেন সাফ জয়ী জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল ইসলাম। ক্লাবের বিষয় নিয়ে আমার বক্তব্য হচ্ছে, ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৩ মাসের জন্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হোক। ক্লাবের সকল সদস্যের সম্মতি নিয়েই নতুন কমিটি গঠন করা হতে পারে। এ বিষয় নিয়ে ক্রীড়া সংগঠক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় ফুটবলারদের নিয়ে আলোচনা হয়েছে।

সাবেক ফুটবলার টুটুল চক্রবর্তীর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, সহসাই নতুন কমিটি হওয়ার কথা ছিলো। এই বিষয়ে ১৬ নভেম্বর বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক সাধারণ সভা আয়োজন করেছিলেন। আমরা ক্লাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন কমিটি দেখতে চাই। চাঁদপুর জেলা বিএনপির সভাপতির মাধ্যমে নতুন একটি কার্যকরী কমিটি গঠন হবে বলে আমি বিশ্বাস করি।

সাবেক ফুটবলার ও ফুটবল কোচ জাহাঙ্গীর পাটওয়ারীর সাথে এ প্রতিবেদকের মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, সকল কিছুরই গঠনতন্ত্র রয়েছে। গঠনতন্ত্র ফলো করতে হবে আমাদের। সর্বশেষ ঢাকায়ও সোনালী অতীত ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। মেজর হাফিজ দায়িত্ব থাকাবস্থায় উপস্থিত থেকে সাবেক ফুটবলারদের নিয়ে কমিটি গঠন করে দেয়া হয়েছে । দেশের সকল কিছুই পরিবর্তন হয়েছে। এ কমিটির গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে দু বছরের বেশি কেউ থাকতে পারবে না। কমিটির সকল সদস্য চাইলে পরপর তারা ২ কমিটিতে থাকতে পারেন। নতুন কমিটি গঠন করে ক্লাবের খেলাধুলার কার্যক্রম বাড়াতে হবে। বড়ো বড়ো পদের ক্ষেত্রে যদি প্রার্থী বেশি থাকে, তাহলে নির্বাচন দেয়া যেতে পারে। নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব আসুক বা সকল সদস্যের সম্মতি নিয়ে নতুন কমিটি গঠন করা হোক এই প্রত্যাশা করি।

ক্লাবের সদস্য, সাবেক ফুটবলার নাছির চোকদারের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আমাদের ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্বে রয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক ভাই। সবার মতামত নিয়ে সহসাই ক্লাবের একটি ভালো কমিটি গঠন হবে বলে আশা করি। আমরা চাই আমাদের ক্লাবের মাধ্যমে নিয়মিত খেলাধুলা হোক। তবে আমাদের সাথে সাবেক সভাপতি মনোয়ার চৌধুরী বলেছেন, তিনি অনেক দিন ক্লাবের দায়িত্বে ছিলেন। নতুন করে যেন কাউকে দায়িত্ব দেওয়া হয়। এজন্যেই ১৬ নভেম্বর তিনি সাধারণ সভার আয়োজন করেছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়