প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৮:৪৮
চাঁদপুর স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামের কাজ পরিদর্শনে এনএসসির কর্মকর্তাগণ
জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে চাঁদপুর স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামের বিভিন্ন ধরনের সংস্কার কাজ চলছে । শনিবার (৯ নভেম্বর) দুপুরে চলমান সংস্কার কাজ পরিদর্শনে আসেন এনএসসি'র প্রকৌশলী সহ একাংশের ঠিকাদার।
এ বছরের শুরুর দিকে আওয়ামী সরকারের আমলে শুরু হয় এ কাজ। শুরু থেকে স্টেডিয়াম এবং আউটার স্টেডিয়ামের বিভিন্ন কাজ নিয়ে রয়েছে ব্যাপক অনিয়ম। পরিদর্শনে আসা প্রকৌশলীদের মাধ্যমে জানা যায় যে, তাদের নিয়ম অনুযায়ী অনেক কাজই ঠিকমতো করেননি ঠিকাদারি প্রতিষ্ঠান ।
চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নের ভিতরের কাজ, পুরাতন মালেক ক্রীড়া ভবনের সামনের প্যাভিলিয়ন, আউটার স্টেডিয়ামের সুইমিং পুল, নব নির্মিত জিমনেসিয়াম সহ বিভিন্ন কাজ দেখেন কর্মকর্তারা। পরিদর্শনকালে হঠাৎ ক্রীড়া সাংবাদিক দেখে কাজের বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করলে পাশ কাটিয়ে যান তারা।
এনএসসির প্রজেক্ট প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার) আওলাদ হোসেনের সাথে এ প্রতিবেদকের আলাপ করে তিনি বলেন, আপনাদের জেলায় প্রায় ৮ কোটি ৬৬ লাখ টাকার কাজ হচ্ছে। তবে এখানে আলাদা আলাদা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। সুইমিং পুলের জন্যে আলাদা ঠিকাদার রয়েছে। পুরো স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামের জন্যে রয়েছে আলাদা ঠিকাদারি প্রতিষ্ঠান। আউটার স্টেডিয়ামের বিভিন্ন সংস্কার কাজের মান নিয়ে জানতে চাইলে তিনি চুপ করে থাকেন। পরে তিনি তার অন্যান্য প্রকৌশলী ও লোকজনদেরকে নিয়ে পুরো স্টেডিয়াম এলাকা ঘুরে মালেক ক্রীড়া ভবনে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনদের সাথে নিয়ে কাজের হিসেব নিকেশ করেন।
এ সময় প্রকৌশলী আওলাদ হোসেনের সাথে ছিলেন এনএসসির ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দিন, ঠিকাদার আক্তার হোসেন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার হিসাবরক্ষণ কর্মকর্তা দীলিপ সরকার।
স্টেডিয়াম এলাকায় ঘুরে বিভিন্ন সূত্রে জানা যায় যে, স্টেডিয়ামের ভেতর- বাহির ও আউটার স্টেডিয়ামের নবনির্মিত ইনডোর জিমনেশিয়াম সহ কোটি কোটি টাকার কাজের ঠিকাদারির দায়িত্বে রয়েছেন আওয়ামী সরকারের আশীর্বাদপুষ্ট ঠিকাদার কচি। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদপুর পৌরসভার মেয়র, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের নাম বলে কাউকে সঠিক তথ্য দেননি কাজের বিষয়ে। পুরাতন ইট, নষ্ট রড দিয়ে পুরো স্টেডিয়ামের কাজ করে যাচ্ছেন চাঁদপুরবাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে।