প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৮:৪৭
হাজীগঞ্জের সুহিলপুরে শুরু হচ্ছে এলইডি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট
হাজীগঞ্জ উপজেলার সুহিলপুরে শুরু হচ্ছে এলইডি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪। সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে আসর-০১ শুরু হতে যাচ্ছে। সেবামূলক এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ২০২২ সালে। সুহিলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ২০ নভেম্বর থেকে এ টুর্নামেন্টের খেলাগুলো শুরু হবে বলে আয়োজকদের মাধ্যমে জানা যায়।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর মঙ্গলবার। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর এন্ট্রি ফ্রি ৬০১ টাকা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩২ ইঞ্চি ও রানার আপ দল পাবে ২৪ ইঞ্চি এলইডি টিভি। এছাড়া টুর্নামেন্টের ৩য় দলের জন্যে মোবাইল ও খেলোয়াড়দের জন্যে রয়েছে ম্যান অব দ্যা ম্যাচ সহ ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার।
টুর্নামেন্টে আয়োজকের দায়িত্বে রয়েছেন জাবেদ পাটওয়ারী, অনিক মুন্সি, তানভীর মুন্সি, আলআমিন মজুমদার, রবিউল পাটওয়ারী, মাহবুব মজুমদার ও আবু সুফিয়ান। টুর্নামেন্টে অংশ নেয়ার লক্ষ্যে ইতোমধ্যে স্থানীয় এবং জেলার বিভিন্ন উপজেলার ক্রিকেটার ও ক্রিকেট দলগুলো আয়োজকদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্যে আয়োজকদের পক্ষ থেকে যে নিয়মাবলি করা হয়েছে, দলগুলোকে সেই নিয়ম মেনেই খেলতে হবে। প্রত্যেক দলে ৯ জন সহ অতিরিক্ত ২ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামতে হবে। খেলা চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্ত মেনেই খেলতে হবে। কমিটির কোনো দল থাকবে না। সম্পূর্ণ খেলাগুলোই নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক দলে আইকন এ ক্যাটাগরি ও বি ক্যাটাগরি ১ জন ক্রিকেটার অংশ নিতে পারবে।
আয়োজক জাভেদ পাটোয়ারীর সাথে মুঠোফোনে এ প্রতিবেদকের আলাপ হলে তিনি বলেন, গত বছরও আমরা আয়োজন করেছি। এই বছর টুর্নামেন্টের আয়োজন করবো জাঁকজমকপূর্ণভাবে। ইতোমধ্যে টুর্নামেন্টে ৩৪ টি দল অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আরো কয়েকটি দল অংশগ্রহণ করবে বলে আমাদের সাথে যোগাযোগ করছে। আশা করি নির্ধারিত সময় এবং নির্ধারিত দিনে আমরা টুর্নামেন্টের আয়োজন করবো।
নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে হাজীগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলার ক্রীড়ামোদী দর্শকরা মাঠে উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করি, যাতে টুর্নামেন্টটি সুন্দরভাবে শেষ করতে পারি।