প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ২০:১১
মাথাভাঙ্গা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত টিভিকাপ ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তরে মাথাভাঙ্গা স্পোট্টিং ক্লাব কর্তৃক টিভিকাপ ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১ লা ডিসেম্বর বিকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
ফাইনাল খেলায় হানিরপাড় একাদশ বনাম মিলারচর জুনিয়র একাদশ প্রতিদন্ধীতা করেন। এতে মিলারচর জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম খোকন,এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন- , বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল মান্নান বিশেষ অতিথির বক্তব্য দেন- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ তাজুল ইসলাম তুর্যর, শাহাদাত হোসেন সরকার, আলী আহাম্মদ মাস্টার, আল-আমীন মাস্টার, সমাজ সেবক গোলাম দস্তগীর,দুলাল ঢালী প্রমুখ।
বক্তারা বলেন, খেলাধুলা মাদক থেকে দূরে রাখে। আমরা চাই যুব সমাজ প্রতিটি গ্রামে এরকম খেলার আয়োজন করবে
এসমশ উপস্থিত ছিলেন সমাজ সেবক, ইমন সরকার, জিহাদ হোসেন, নূরনবী, নাদিম ফয়সাল আহম্মেদ, সাব্বির হোসেন।
উল্লেখ্য খেলায় ৩২টি দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় হানিরপাড় একাদশ বনাম মিলারচর জুনিয়র একাদশ অংশ গ্রহণ করেন। খেলাটি নির্দিষ্ট সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে হানিরপাড় একাদশকে-২-৩ গোল হারিয়ে মিলারচর জুনিয়র একাদশ দল জয়লাভ করে।