শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৯

ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ২-০ গোলে জয়ী

চাঁদপুর ডিসি কাপ ও আন্তঃ উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুর ডিসি কাপ ও আন্তঃ উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
অনলাইন ডেস্ক

চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০তম জেলা প্রশাসক কাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্ট ও আন্তঃ উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শুরু হয়েছে ।

২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি টুর্নামেন্ট দুটির শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগ ও জেলায় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীসহ জেলা উপজেলা প্রশাসন, ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ,সকল উপজেলার ইউএনওগণ এবং ক্রীড়া সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ২-০ গোলে কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। উভয় দলই স্থানীয় ও জাতীয় প্রথম বিভাগ এমনকি বিদেশী ফুটবলারদের সমন্বয়ে শক্তিশালী দল গঠন করে।খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়তে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলার শেষ দিকে সঙ্ঘবদ্ধ আক্রমণ থেকে ১০ নম্বার জার্সি পরিহিত দুদু চমৎকার গোল করে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে ১-০ গোলে এগিয়ে নেয়। তখন ফরিদগঞ্জ উপজেলা সমর্থকদের উল্লাসের রেশ কাটতে না কাটতে দলের অপর আক্রমণ ভাগের খেলোয়াড় ১৭ নং জার্সিধারী জনি আরেকটি গোল করেন।ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।

এদিন ডিসি কাপ ফুটবল এবং মেয়েদের ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্টেডিয়াম মাঠে ফুটবল প্রিয় প্রচুর দর্শক সমাগম হয়।

উদ্বোধনী অনুষ্ঠানও ছিলো বর্ণিল আয়োজনের।

টুর্নামেন্ট প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন,দেশের ক্রীড়াঙ্গনে চাঁদপুর সমৃদ্ধ একটি জেলা। এখানকার ছেলেমেয়েরা যাতে জাতীয়পর্যায় খেলার সুযোগ পায় সেই লক্ষ্যে আমরা সকল খেলাধুলাকে কন্টিনিউ করছি। জেলা প্রশাসক কাপ ফুটবলের এই ২০ তম আসরের পাশাপাশি আমরা এই প্রথম মেয়েদের ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করেছি।

আমাদের লক্ষ্য এখান থেকে ভালো মানের খেলোয়াড় সৃষ্টি হবে এবং তারা জাতীয় পর্যায় খেলার জন্য নিজেদের জায়গা করে নিতে পারবে। তিনি টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

আজ ৩০ সেপ্টেম্বর থেকে ডিসি কাপের সাথে প্রমিলা ফুটবলের খেলা হবে।

দুপুর আড়াইটায় আন্তঃ উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টে ফরিদগঞ্জ উপজেলার ক্রীড়া সংস্থার মুখোমুখি হবে কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা। অপরদিকে, বিকাল ৪ টায় জেলা প্রশাসক কাপ ফুটবলে শাহারাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা লড়বে হাজিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার দলের সাথে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়