বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১৯:৩১

মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মাদকমুক্ত যুব সমাজ বিনির্মাণে ক্রীড়ার বিকল্প নেই- আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি

রেদওয়ান আহমেদ জাকির
মাদকমুক্ত যুব সমাজ বিনির্মাণে ক্রীড়ার বিকল্প নেই- আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, মাদক মুক্ত সমাজ বিনির্মাণে ক্রীড়ার বিকল্প নেই। ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, আমরা তরুণ দল আর এই তরুণ দল তথা যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় ক্রিড়াকে এগিয়ে নিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গণ সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে। ক্রীড়াঙ্গনে বিভিন্ন টুর্নামেন্টের মধ্য দিয়ে অনেক খেলোয়াড় বের হয়ে আসবে। আর তারাই আগামী দিনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

শনিবার ( ১৭ জুন) বিকালে মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলে। মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেকের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন। মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া প্রেমিক ও ক্রীড়া সংগঠক মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) সালেহ আহমেদ।

ফাইনাল খেলায় মতলব দক্ষিণ উপজেলার নবকল একাদশ বনাম উত্তর উপজেলার ছেংগারচর কিংস ইলেভেন একাদশের মধ্যকার খেলায় ২-০ গোলে নবকলস একাদশ জয়ী হয়। খেলার শুরুতে প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে নবকলস একাদশের পক্ষে নাইজেরিয়ান খেলোয়াড় জিদান প্রথম গোলটি করেন এবং মতলবের সোহেল দ্বিতীয় গোল করে দলের জয় সুনিশ্চিত করে। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কালাম এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন ফারুক ও রিয়াজ। খেলায় প্রাণবন্ত ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ফয়সাল আহমেদ। এ সময় সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়