প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ২০:৫৬
মতলব উত্তরে ক্রিকেট ফাইনালের পুরস্কার বিতরনীতে বক্তারা
ক্রীড়ায় সম্পৃক্ত থাকলে যুব সমাজ কখনো মাদকমুখী হতে পারে না
অনলাইন গেমের ভয়াবহ প্রভাব, মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ করার লক্ষ্যে মতলব উত্তরে ক্রিকেট ফাইনাল ও পুরস্কার বিতরনীতে অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার কালিপুর পাম্প হাউস সংলগ্ন মাঠে মতলব উত্তর উপজেলা স্পোর্টস ক্লাব আয়োজিত ফাইনালের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান।
|আরো খবর
মতলব উত্তর উপজেলা স্পোর্টস ক্লাবের সভাপতি শামীম আহমেদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন, ফয়েজ আহমেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের পরিচালক হোসাইন আহমেদ চৌধুরী তুহিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম। টুর্নামেন্টের বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক মাইনুদ্দিন চৌধুরী।
অতিথিগন তাদের বক্তব্যে বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই।আমাদের উচিত যুবসমাজকে ক্রীড়ামুখী হতে উৎসাহীত করা।কেননা, ক্রীড়ায় সম্পৃক্ত থাকলে যুব সমাজ কখনো। মাদকমুখী হতে পারে না। ফাইনালে সবুজদল ২ উইকেটের ব্যবধানে লাল দলকে পরাজিত করে। টসে জিতে লালদল প্রথমে ব্যাটকরে ৮৩ রান সংগ্রহ করে। সবুজ দলকে চ্যাম্পিয়ান হতে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে এবং তাদেরকে ৮উইকেট পর্যন্ত হারাতে হয়।