রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৮

ডাকাতিয়া নদীতে ২৬ তম নৌকা বাইচ প্রতিযোগিতা

কামরুজ্জামান টুটুল
ডাকাতিয়া নদীতে ২৬ তম নৌকা বাইচ প্রতিযোগিতা

হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন ১নং ওয়ার্ডের দক্ষিণ বলাখাল ডাকাতিয়া নদীতে উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ বলাখাল সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে ২৬ তম নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে হাজার হাজার নদীর পাড়ের বাসিন্ধাসহ দুর দুরাস্ত থেকে আসা নারী পুরুষ ভিড় জমায়। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন বলে জানান আয়োজকরা। নৌকা বাইচের পাশাপাশি হা-ডু-ডু, রশি (দঁড়ি) টানাটানি প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, নারী বীরমুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ প্রমূখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবু তাজের লিটন ভূইয়া।

দক্ষিন বলাখাল সমাজ কল্যান যুব সংঘের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা তাছলীম আলম শিশির। এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন প্রমুখ।

দক্ষিণ বলাখাল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়