রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩০

দীর্ঘ বিরতির পর মাঠে ফিরলো আন্ত স্কুল টুর্নামেন্ট

ফরিদগঞ্জে শুরু হলো ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

শামীম হাসান
ফরিদগঞ্জে শুরু হলো ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

কারোনার কারনে গত কয়েক বছর বন্ধ থাকার পর আবারো মাঠে গড়ালো ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা - ২০২২ এর বিভিন্ন ইভেন্টের খেলা। ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল থেকে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা। দিনের প্রথম ম্যাচে কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় বনাম কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ম্যাচের নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় খেলা ট্রাইভেকারে গড়ায়। ট্রাইভেকার সমীকরণে চার-দুই ব্যাবধানে জয় লাভ করে সেমি ফাইনালে পৌছায় কড়ৈতলী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় ম্যাচে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় বনাম শোল্লা আশেক আলী উচ্চ বিদ্যালয়ে ম্যাচেও ট্রাইভেকারে চার-তিন ব্যাবধানে জয় পায় চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়। দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বনাম শোল্লা স্কুল এন্ড কলেজ এ ম্যাচে খেলার নির্ধারিত সময়ে এক- এক গোলে ড্র হলে ট্রাইভেকার সমীকরনে তিন- এক ব্যাবধানে জয়ী হয় শোল্লা স্কুল এন্ড কলেজ। চতুর্থ ম্যাচে রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ও কড়ৈতলী মাদ্রাসা

৮ দলের অংশগ্রহনে অনুষ্ঠিত ফুটবল ইভেন্টের উপজেলা পর্যায়ে নক আউট নিয়মের খেলায় সেমি ফাইনালে উঠা চার দলের অংশগ্রহণে দুপুর আড়াইটা থেকে একই মাঠে শুরু হয় সেমি ফাইনাল ম্যাচ। দুই সেমি ফাইনালে জয় লাভ করে ফাইনালে উঠে রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ও কড়ৈতলী উচ্চ বিদ্যালয়।

টুর্নামেন্ট কমিটির সূত্রে জানা যায় ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বালকদের ফুটবল ছাড়া ও বালিকাদের ফুটবল ও সাতার ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলাগুলো যৌথভাবে পরিচালনা করেন, ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রার সহকারী শিক্ষক কায়রুল আলম, পূর্ব বাড়ালী শাহাজান কবির উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন শাহা। এবং ফুটবল ম্যাচ গুলোর রেফারির দায়িত্ব পালন করেন মাসুদ আলম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়