শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৮

ঢাকা টাইটেন্সের সাথে ৭ উইকেটে চট্টগ্রামের সন্দীপ দলের জয়

চৌধুরী ইয়াসিন ইকরাম
ঢাকা টাইটেন্সের সাথে ৭ উইকেটে চট্টগ্রামের সন্দীপ দলের জয়
সন্দীপ ক্রিকেট একাডেমির ক্রিকেটার রাজার হাতে ম্যান অব দ্যা মাচের পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুনামেন্টের ২য় দিনের প্রথম ম্যাচে জয়লাভ করেছে চট্টগ্রামের সন্দীপ ক্রিকেট একাডেমী।

শনিবার ( ৩ সেপ্টেম্বর )  সকালের ম্যাচে অংশ নেয় সন্দীপ ক্রিকেট একাডেমী চট্টগ্রাম ও ঢাকা টাইটেন্স। ম্যান অব দ্যা ম্যাচ নিবাচিত হন সন্দীপের রাজা।

ক্রিকেট খেলোয়াড় কল্যান সমিতি চাঁদপুরের আয়োজনে শনিবার সকালের ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা টাইটেন্স।

তারা নিধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সব্বোচ  আরমান ৪৫, আকাশ ২৯, ইকবাল ২৪ রান করে।

বল হাতে সন্দীপের রিফাত ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ৪ টি উইকেট নেন।

চট্টগ্রাম সন্দীপ ক্রিকেট একাডেমী ১৩২ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন।  তারা ১৬ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে রাজা ৪২ বলে অপরাজিত ৯৭ রান করেন। বল হাতে ঢাকার টাইটান্সের  রাফাত ২ ওভারে ৫ রানের  বিনিময় ২টি উইকেট নেন। ৭ উইকেটে জয়লাভ করে সন্দীপ ক্রিকেট একাডেমী।

খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করা হয়। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করেন মাতৃছায়া হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ম্যাচ রেফারি শামিম ফারুকী,  ক্রিকেট কোচ নজরুল ইসলাম,  সাবেক ক্রিকেটার এস এম মুজিবুল হক রাসেল,  সাইফুল ইসলাম সুমন,  জেলা কোয়াবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা ঢালী, সাবেক ক্রিকেটার সোহাগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়